চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলন বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান পাইপ ও শ্যালো মেশিন বিনষ্ট করা হয়।
রবিবার ( ১৯ অক্টোবর) সকালে উপজেলার করেরহাট আযমনগর এলাকায় উক্ত অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ দূষণ রোধ ও সংরক্ষণের নিমিত্ত পরিচালিত অভিযানের পরিচালনা করেন আলাউদ্দিন কাদের, সহকারী কমিশনার (ভূমি), মিরসরাই তাঁকে সহযোগিতা করেন জোরারগঞ্জ থানা পুলিশ।
মিরসরাই উপজেলায় ১ নং করেরহাট ইউনিয়নের আজম নগরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করার সময় উপস্থিত কাউকে পাওয়া যায়নি। তবে অভিযানে ৩টি মেশিন ও প্লাটফর্ম অচল করা হয় এবং প্রায় ১৫০ ফুট পাইপ বিনষ্ট করা হয়। বালু উত্তোলনের সরঞ্জাম শ্যালো মেশিন, পাইপ লাইন, তেল ভর্তি জেরিকেন ও অন্যান্য যন্ত্রপাতি বিনষ্ট করা হয়।
এই বিষয়ে মিরসরাই সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে করেরহাট এলাকায় বালু উত্তোলন করছে। অভিযানে অপরাধীদের কাউকে পাওয়া যায়নি। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।