চট্টগ্রামের মিরসরাইয়ে জেলে পরিবারের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩১অক্টোবর) সকালে উপজেলার ১৩ নং মায়ানী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের জলদাস পাড়ায় অসহায় জেলেদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নুরুল কবির, মিরসরাই উপজেলা সেক্রেটারী মামুনুর রশীদ, অফিস সম্পাদক শফিকুর রহমানসহ প্রমুখ।
বক্তারা বলেন, জামায়াতে ইসলামী গণমানুষের দল হিসেবে য কোন মানুষকে শ্রদ্ধা ও সম্মানের চোখে দেখে। জামায়াত ক্ষমতায় আসলে ধনী গরীবের সাম্যের বন্ধন সৃষ্টি করবে।
 
																			 মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
																মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি								 


















