মিরসরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) বিকাল ৩টায় উপজেলা কনফারেন্স হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান, মিরসরাই থানা জামায়াতের আমীর মাওলানা নুরুল করিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলা উদ্দিন কাদের, মিরসরাই থানার নবাগত ওসি ফরিদা ইয়াসমিন, জোরারগঞ্জ থানার ওসি, কাজী নাজমুল হক, মিরসরাই উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক নিজামী, সাংবাদিক মাইন উদ্দিনসহ প্রমুখ।
বক্তারা উপজেলা র আইন শৃঙ্খলা মাদক নির্মুল, সন্ত্রাস চাঁদাবাজি, দখলদারিত্ব প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দলের নেতাকর্মীরা সহযোগিতার আশ্বাস দেন।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 


















