চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা এলাকার দুধর্ষ ডাকাত মোঃ শরীফুল ইসলাম সম্রাট (২৪) গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। বুধবার (৯ অক্টোবর) ভোরে আন্তজেলা ডাকাত দলের এই সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সম্রাট জোরারগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উত্তর সোনাপাহাড় এলাকার মোঃ ইলিয়াছ হোসেন এর ছেলে।
জোরারগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, শরীফুল ইসলাম সম্রাট (২৪) এর বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি সহ জোরারগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে তিনি নিজ এলাকায় অবস্থান করছে। ভোর রাতে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদারের নেতৃত্বে থানার একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।