মাধ্যমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (SESIP) আওতায় এসিডিটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম এসিডিটি উদ্যোগের অংশ হিসেবে পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGS) স্কিমে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী প্রতিষ্ঠানসমূহকে পুরস্কৃত করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১টা উপজেলা অডিটোরিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চট্টগ্রাম শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মিথিলা দাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন নিজামপুর সরকারি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ জসীম উদ্দিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকার গবেষণা কর্মকর্তা (পরিকল্পনা ও উন্নয়ন উইং) জিসান আহমেদ, সীতাকুণ্ড উপজেলা শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব ) মোস্তফা আলম সরকার, চট্টগ্রাম জেলার ডিস্ট্রিক্ট ট্রেনিং কো-অর্ডিনেটর সালমা আক্তার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে উপজেলার স্কুল ও মাদ্রাসা তাদের একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ডে দৃশ্যমান উন্নয়ন ঘটানোর মাধ্যমে এই অনুদান লাভ করেছে। শিক্ষার্থীদের উপস্থিতি, পাবলিক পরীক্ষায় ফলাফল, শিক্ষকের পাঠদানের মান, ও প্রশাসনিক দক্ষতাসহ বিভিন্ন মানদণ্ডে মূল্যায়নের ভিত্তিতে এ পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে শেষ শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়