চট্টগ্রামের মিরসরাইয়ে করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের ২দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিদ্যালয় মাঠে এই পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া একই দিন বিজ্ঞান মেলার আয়োজন করা হয়। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার মোট ৭৪টি ইভেন্টে প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহার উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক বাবলু কুমার এর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর সচিব প্রফেসর ডাঃ এ. কে. এম সামছু উদ্দিন আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ডঃ মোঃ পারভেজ সাজ্জাদ চৌধুরী।
এসময় আরো উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন মিয়া সওদাগর, আবদুল খালেক, করেরহাট ইউনিয়ন জামায়াতের আমির ফখরুল আলম, কমফোর্ট হাসপাতালের চেয়ারম্যান নিজাম উদ্দিন, বিএনপি নেতা এমরান হোসেন শামীম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, মহাজন হাট বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিজাম উদ্দিন সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর সচিব প্রফেসর ডাঃ এ. কে. এম সামছু উদ্দিন আজাদ বলেন, পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না থেকে প্রতিটি ছেলে মেয়েদের মনোবল বৃদ্ধি ও শরীর মন ভাল রাখতে খেলাধুলার বিকল্প নেই। লেখাপড়ার পাশপাশি মোবাইল নয়, বিভিন্ন খেলাধুলা করে নিজেকে সুস্থ্য রাখতে জীবন সু সংগঠিত রাখতে সহায়ক হবে।