চট্টগ্রামের মিরসরাইয়ে উপজেলায় গ্রামীন সড়কে ৭১ লাখ ৪০ হাজার ৩৬ টাকা ব্যয়ে কাটাছড়া- দুর্গাপুর খাল পাড় সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়।
বুধবার (১২ জুন) দুপুরে নির্মাণ কাজের উদ্বোধন করেন মিরসরাই উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন ।
মেসার্স ফারিয়া টেডার্স ঠিকাদারী প্রতিষ্ঠান মাধ্যমে ইমপটেন্ট রুলার ইনফেকচার ডেভেলপমেন্ট প্রজেক্টের অর্থায়নে উক্ত কাজ সম্পন্ন হবে।
উক্ত কাজের উদ্বোধনে উপস্থিত ছিলেন ৮ নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব,মিরসরাই উপজেলা ইঞ্জিনিয়ার রনি সাহা, ,উপজেলা সহকারী প্রকৌশলী, শরিফ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল্লাহ দিদার, ৭ নং কাটাছরা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজহারুল হক ফিরোজ, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য এএসএম সেলিম, সমাজ সেবক ডাঃ আনোয়ার হোসেন, স্থানীয় ইউপি সদস্য মাঈন উদ্দিন, দুর্গাপুর হাই স্কুল ম্যানেজিং কমিটি সদস্য আকবর হোসেন, মেজবাহ উদ্দিন, নুর নবী।
কাটাছড়া ছত্তর ভূঁইয়া হাট হইতে দুর্গাপুর বাজার রোডের পর্যন্ত ৬০০ মিটার রাস্তা নির্মাণ কাজ সম্পন্ন হবে। কাজ সম্পন্ন হলে এই এলাকার মানুষের জীবন যাত্রা পাল্টে যাবে। রাস্তাটি নির্মান হলে এই এলাকায় বসবাসকারীরা সহজেই ঠাকুরদিঘী – ঝুলন পোল সড়কের বিকল্প রাস্তা হিসেবে ব্যবহার হবে। । রাস্তার সবটুকুই বিভিন্ন স্থানে ভেঙ্গে গর্তের সৃষ্টি হয়েছিল, এতে স্থানীয়দের চলাচল কষ্টকর হয়ে উঠেছিল। জনসাধারনের দূর্ভোগ নিরসনে এলজিডি সহযোগীতায় রাস্তার নির্মাণ কাজ শুরু হলো।
নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন বলেন, রাস্তা উদ্বোধন করতে এখন থেকে ঠিকাদাররা যেন নেইম ফলকে স্থানীয় সাংসদের নাম ও প্রকল্পের নাম উল্লেখ করার অনুরোধ করেন।