চট্টগ্রাম 7:40 am, Friday, 18 July 2025

মিরসরাইয়ে খেলার মাঠে বাণিজ্য মেলা স্থানীয়দের ক্ষোভ 

চট্টগ্রামের মিরসরাই উপজেলা খেলার মাঠ স্টেডিয়ামে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা আয়োজনের প্রস্তুতি নিয়ে এলাকাবাসীর মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। বার্ষিক পরীক্ষা শেষে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের এই সময়ে শিশু-কিশোরদের খেলাধুলার মাঠ দখল করে বাণিজ্য মেলার আয়োজন করায় মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন সচেতন মহল। এভাবে মাসব্যাপী মেলার আয়োজনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগও দিয়েছেন তারা। অপরদিকে মেলার আয়োজকরা বলছেন, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়েই মেলার আয়োজন করা হচ্ছে।

সম্প্রতি একটি প্রচার পত্র থেকে জানা গেছে, আগামী ১৫ ডিসেম্বর থেকে বাংলাদেশ দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সোসাইটির নামে চট্টগ্রাম শহর থেকে আসা কিছু লোক মিরসরাই স্টেডিয়ামে এক মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার আয়োজন করছে। মেলার জন্য এরই মধ্যে তারা স্টেডিয়ামের বড় অংশ জুড়ে স্থাপনা নির্মাণের কাজ করছে। সরকারি স্টেডিয়ামে বিভিন্ন জাতীয় দিবসের অনুষ্ঠান আয়োজন ও নিয়মিত খেলাধুলা চলে। এছাড়া বার্ষিক পরীক্ষা শেষ হলে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই মাঠে খেলাধুলা করে। শীতের বিকালে সাইকেল চালানো শিখতে আসে স্থানীয় কিশোর-কিশোরীরা। তাছাড়া নাগরিক চাপ থেকে মুক্ত থাকতে পেশাজীবী ও বয়োবৃদ্ধরা নিয়মিত এ মাঠে এসে হাঁটাহাঁটি, খেলাধুলা ও ব্যায়াম করেন। এখন বাণিজ্যিক উদ্দেশ্যে এক মাসের জন্য সরকারি এ মাঠ মেলার জন্য বরাদ্দ দেওয়ায় বিক্ষুব্ধ হয়েছেন স্থানীয়রা। একই সাথে মাসব্যাপী এই বাণিজ্য মেলার আয়োজনে স্টেডিয়াম তৈরির কার্যাদেশ পাওয়া ঠিকাদার প্রতিষ্ঠানও অসন্তোষ প্রকাশ করেছে। ঠিকাদারও মেলা বন্ধের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

সরেজমিনে, মিরসরাই উপজেলা স্টেডিয়ামে গিয়ে দেখা গেছে, এখানে সরকারি বরাদ্দে মিনি স্টেডিয়াম তৈরির কাজ চলছে। নির্মাণ কাজ এখনো শেষ হয়নি। এরই মধ্যে শিল্প ও বাণিজ্য মেলার জন্য স্টেডিয়ামের বড় একটি অংশ জুড়ে বাঁশ পুঁতে স্টল তৈরির কাজ করছেন শ্রমিকরা। পুরো স্টেডিয়াম জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে নির্মাণ সামগ্রী।

মিরসরাই উপজেলা স্টেডিয়ামে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা আয়োজনের উদ্যোক্তা বাংলাদেশ দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি এম এম মোশারফ হোসেন বলেন, বাংলাদেশ দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সংস্থা একটি অরাজনৈতিক ও অলাভজনক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের তহবিল গঠনের জন্য আমরা এই মেলা করছি। এখানে এই মাঠে খেলাধুলা হয় তা আমরা জানতাম না। এখানে আগেও মেলা হয়েছে। আমরা প্রশাসনের অনুমতি নিয়ে এই মেলার আয়োজন করছি। আমি মেলা সফল করতে দলমত নির্বিশেষে সবার সহযোগিতা চাই।

মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন বলেন, মিরসরাই উপজেলা স্টেডিয়ামে মেলার আয়োজন করতে আয়োজকরা জেলা প্রশাসক স্যার থেকে অনুমতি নিয়েছেন। তবে এখানে মেলা আয়োজনের বিষয়ে স্টেডিয়াম নির্মাণ কাজের ঠিকাদার ও স্থানীয় সচেতন নাগরিকরা লিখিত অভিযোগ দিয়েছেন। আমি এসব অভিযোগের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। নির্মাণ কাজে ব্যাঘাত না ঘটিয়ে ও শিশু-কিশোরদের খেলার ব্যবস্থা রেখে মেলার আয়োজন করা যায় কিনা সে বিষয়ে আয়োজক ও অন্য সব পক্ষে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

রাঙ্গুনিয়ায় অবৈধ বালু তোলা বন্ধে অভিযান, সরিয়ে নিলো সরঞ্জামাদি

মিরসরাইয়ে খেলার মাঠে বাণিজ্য মেলা স্থানীয়দের ক্ষোভ 

Update Time : 09:22:05 pm, Sunday, 8 December 2024

চট্টগ্রামের মিরসরাই উপজেলা খেলার মাঠ স্টেডিয়ামে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা আয়োজনের প্রস্তুতি নিয়ে এলাকাবাসীর মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। বার্ষিক পরীক্ষা শেষে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের এই সময়ে শিশু-কিশোরদের খেলাধুলার মাঠ দখল করে বাণিজ্য মেলার আয়োজন করায় মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন সচেতন মহল। এভাবে মাসব্যাপী মেলার আয়োজনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগও দিয়েছেন তারা। অপরদিকে মেলার আয়োজকরা বলছেন, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়েই মেলার আয়োজন করা হচ্ছে।

সম্প্রতি একটি প্রচার পত্র থেকে জানা গেছে, আগামী ১৫ ডিসেম্বর থেকে বাংলাদেশ দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সোসাইটির নামে চট্টগ্রাম শহর থেকে আসা কিছু লোক মিরসরাই স্টেডিয়ামে এক মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার আয়োজন করছে। মেলার জন্য এরই মধ্যে তারা স্টেডিয়ামের বড় অংশ জুড়ে স্থাপনা নির্মাণের কাজ করছে। সরকারি স্টেডিয়ামে বিভিন্ন জাতীয় দিবসের অনুষ্ঠান আয়োজন ও নিয়মিত খেলাধুলা চলে। এছাড়া বার্ষিক পরীক্ষা শেষ হলে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই মাঠে খেলাধুলা করে। শীতের বিকালে সাইকেল চালানো শিখতে আসে স্থানীয় কিশোর-কিশোরীরা। তাছাড়া নাগরিক চাপ থেকে মুক্ত থাকতে পেশাজীবী ও বয়োবৃদ্ধরা নিয়মিত এ মাঠে এসে হাঁটাহাঁটি, খেলাধুলা ও ব্যায়াম করেন। এখন বাণিজ্যিক উদ্দেশ্যে এক মাসের জন্য সরকারি এ মাঠ মেলার জন্য বরাদ্দ দেওয়ায় বিক্ষুব্ধ হয়েছেন স্থানীয়রা। একই সাথে মাসব্যাপী এই বাণিজ্য মেলার আয়োজনে স্টেডিয়াম তৈরির কার্যাদেশ পাওয়া ঠিকাদার প্রতিষ্ঠানও অসন্তোষ প্রকাশ করেছে। ঠিকাদারও মেলা বন্ধের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

সরেজমিনে, মিরসরাই উপজেলা স্টেডিয়ামে গিয়ে দেখা গেছে, এখানে সরকারি বরাদ্দে মিনি স্টেডিয়াম তৈরির কাজ চলছে। নির্মাণ কাজ এখনো শেষ হয়নি। এরই মধ্যে শিল্প ও বাণিজ্য মেলার জন্য স্টেডিয়ামের বড় একটি অংশ জুড়ে বাঁশ পুঁতে স্টল তৈরির কাজ করছেন শ্রমিকরা। পুরো স্টেডিয়াম জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে নির্মাণ সামগ্রী।

মিরসরাই উপজেলা স্টেডিয়ামে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা আয়োজনের উদ্যোক্তা বাংলাদেশ দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি এম এম মোশারফ হোসেন বলেন, বাংলাদেশ দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সংস্থা একটি অরাজনৈতিক ও অলাভজনক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের তহবিল গঠনের জন্য আমরা এই মেলা করছি। এখানে এই মাঠে খেলাধুলা হয় তা আমরা জানতাম না। এখানে আগেও মেলা হয়েছে। আমরা প্রশাসনের অনুমতি নিয়ে এই মেলার আয়োজন করছি। আমি মেলা সফল করতে দলমত নির্বিশেষে সবার সহযোগিতা চাই।

মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন বলেন, মিরসরাই উপজেলা স্টেডিয়ামে মেলার আয়োজন করতে আয়োজকরা জেলা প্রশাসক স্যার থেকে অনুমতি নিয়েছেন। তবে এখানে মেলা আয়োজনের বিষয়ে স্টেডিয়াম নির্মাণ কাজের ঠিকাদার ও স্থানীয় সচেতন নাগরিকরা লিখিত অভিযোগ দিয়েছেন। আমি এসব অভিযোগের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। নির্মাণ কাজে ব্যাঘাত না ঘটিয়ে ও শিশু-কিশোরদের খেলার ব্যবস্থা রেখে মেলার আয়োজন করা যায় কিনা সে বিষয়ে আয়োজক ও অন্য সব পক্ষে।