চট্টগ্রামের মিরসরাইয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত হাতপাখা মার্কার প্রার্থী এড.ফেরদৌস আহমদ চৌধুরীর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় মিরসরাই উপজেলা আইএবি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম-১ মিরসরাই আসনের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব এডভোকেট ফেরদৌস আহমদ চৌধুরীর সভাপতিত্বে মিরসরাই থানা সভাপতি মাওলানা রেদোয়ানুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আইএবি চট্টগ্রাম জেলা (পশ্চিম) শাখা সভাপতি মুফতি মহিউদ্দিন আকবর আলী
সভায় মুফতি মহিউদ্দিন আকবর আলী বলেন, ৫ আগস্টের পর আমরা আবার সাংবাদিকদের সঙ্গে বসার সুযোগ পেয়েছি। অতীতে ফ্যাসিস্ট সরকারের সময়ে সাংবাদিকরা বৈষম্যের শিকার হয়েছেন, সত্য বলার সুযোগ পাননি। এখন সময় এসেছে স্বাধীনভাবে সত্য প্রকাশের।”
বিশেষ অতিথির আলোচনায় জেলা সিনিয়র সহ-সভাপতি শেখ মনজুর এলাহী শওকত বলেন, “জুলাই অভ্যুত্থানের পর জাতি আশা করেছিল ভঙ্গুর অর্থনীতিতে স্থিতি ফিরবে এবং গণতন্ত্র পুনরুদ্ধার হবে। কিন্তু বছর না ঘুরতেই মানুষ আবার হতাশ হয়েছে— দুর্নীতি, চাঁদাবাজি ও রাজনৈতিক সহিংসতা ফিরে এসেছে। আমরা ট্যাগের রাজনীতি থেকে বেরিয়ে আসতে চাই।”
বক্তারা আরও বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু থেকেই পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসছে, যাতে কোনো দল এককভাবে ক্ষমতায় এসে স্বৈরাচারী হয়ে উঠতে না পারে। জুলাই সনদ বাস্তবায়নসহ আমাদের ৫ দফা দাবি পূরণে আমরা মাঠে আছি।”
এডভোকেট ফেরদৌস আহমদ চৌধুরী সাংবাদিকদের উদ্দেশে বলেন, “ইনসাফ ও বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনের লড়াইয়ে সাংবাদিক সমাজকে আমাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা দীনি সংগঠনের সভাপতি ইব্রাহিম খলিল, জেলা আইএবির সহ-সভাপতি আবদুল্লাহ ভুঁইয়া, সেক্রেটারী জসিম উদ্দিন, আইন ও মানবাধিকার সম্পাদক এড. আনিসুল হক, জেলা শ্রমিক আন্দোলন সভাপতি রেজাউল করিম, সেক্রেটারী ফজলুল করীম মিরসরাই সেক্রেটারী মহিউদ্দিন, জোরারগঞ্জ থানা সভাপতি ওমর ফারুক, সেক্রেটারী শহিদুল ইসলাম,
এছাড়া মতবিনিময় সভায় মিরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক মাইনুদ্দিন মিরসরাই উপজেলা প্রেস ক্লাবের সেক্রেটারী আনোয়ারুল হক নিজামী সাবেক সেক্রেটারী নাছির উদ্দীন এবং বিভিন্ন স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পাঁচ দফা কর্মসূচি ও জাতীয় রাজনীতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এডভোকেট ফেরদৌস আহমদ চৌধুরী।