চট্টগ্রামের মিরসরাইয়ে গত ২৯ জুন বারইয়ারহাট বাজারে মিরসরাই উপজেলা বিএনপি’র সদস্যসচিব আজিজুর রহমানসহ বিএনপির নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটে। এসময় গোলাম মাওলা নামে এক ব্যক্তি বাল্যবন্ধু আজিজুর রহমানের সাথে দেখা করতে গেলে তার উপরেও হামলার ঘটনা ঘটে।
ওই হামলার ঘটনা পুর্ব পরিকল্পিত ও পারিবারিক বলে দাবি করেছে ওই ভুক্তভোগী। মূলতঃ ভাইদের সাথে জায়গা জমি বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে বলে তিনি জানান। রবিবার সকালে মিরসরাই পৌর মার্কেটে দুপুর ১২ ঘটিকায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় তিনি লিখিত বক্তব্য পাঠ করেন। সংবাদ সম্মেলনে হামলার শিকার তার শিশু সন্তান ছেলে সাফওয়ান চৌধুরী উপস্থিত ছিলেন। সাফওয়ান ও হামলার শিকার হয় বলে উপস্থিত সাংবাদিকদের তিনি জানায়।
গোলাম মাওলা বলেন, গত ২৯ জুন সন্ধ্যায় আমার বাল্য বন্ধু উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমানসহ বারইয়ারহাট পৌর বাজারের একটি রেঁস্তোরায় নাস্তা সেরে আসার সময় আমার ছোট ভাই জাকারিয়ার নেতৃত্বে আমার উপর হামলা করা হয়। এসময় আমার ছেলেকে লাথি মেরে ফেলে দিয়ে আমাকে কুপিয়ে গুরুতর আহত করে সন্ত্রাসী।
পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। পরে আমার শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। আমি এবিষয়ে চট্টগ্রাম আদালতে একটি মামলা দায়ের করেছি।
তিনি আরো বলেন, দীর্ঘ দিন আমার ভাইদের সাথে জমি জমা নিয়ে বিরোধের জেরে এই হামলা ঘটনা ঘটানো হয়েছে। আমার বড় ভাই গোলাম মর্তুজা এই হামলার অর্থ যোগানদাতা।
এসময় গোলাম মাওলার ছোট ছেলে সাফওয়ান চৌধুরী বলেন, যারা আমার বাবা ও আমাকে মেরেছে আমি তাদের বিচার চাই।
এবিষয়ে জানতে চাইলে গোলাম মাওলার ছোট ভাই মোঃ জাকারিয়া বলেন, সেদিন বারৈয়ারহাট কাঁশবনে তিনি নাস্তা করতে যায়। নাস্তা শেষে কাঁশবন থেকে বের হলে কে বা কারা তার উপর হামলা করে এই ব্যাপারে আমি কিছু জানিনা। আমি ঘটনাস্থলে ছিলাম না।