অল্প সময়ে, স্বল্প খরচে, সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে এই স্লোগানে চট্টগ্রামের মিরসরাইয়ে ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতকে অধিকতর সক্রীয় করণে ন্থানীয় অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ প্রকল্পের আয়োজনে এবং বেসরকারী উন্নয়ন সংস্থা ইপসার সহযোগিতায় সোমবার ১৮ আগস্ট দুপুরে উপজেলার ৪নং ধুম ইউনিয়ন পরিষদে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইউপি সচিব হাসান আহমেদের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমন্বয়কারী জেসমিন আক্তার। ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতকে সক্রীয় করণে আলোচনা করা হয়।
এসময় বক্তারা গ্রাম আদালত পরিচালনার জন্য সরকারী আইন অনুযায়ী বিচারিক ক্ষমতা, ফৌজধারী ও দেওয়ানী কার্যবিধির কোন ধরনের অপরাধের বিচারকার্য পরিচালনা করতে পারবে এবং কোন ধরনের অপরাধের বিচারকার্য পরিচালনা করতে পারবে না এবং কত টাকার বিচারিক ক্ষমতা প্রদান করা হয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পরিশেষে গ্রাম আদাতলকে কার্যকর করতে স্থানীয়দের সহযোগিতা কামনা করা হয়। পরে জনসাধারণের মাঝে গ্রাম আদালতের কার্যক্রম নিয়ে লেখা লিফলেট বিতরণ করা হয়।