চট্টগ্রামের মিরসরাইয়ে গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা কনফারেন্স রুমে উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার। সদস্য হিসাবে উপস্থিত ছিলেন
শাহ আলম যুব উন্নয়ন কর্মকর্তা, শাকিলা নিশাত পরিসংখ্যান কর্মকর্তা, ডা: জাকিরুল ইসলাম প্রানী সম্পদ কর্মকর্তা,
মিরসরাই থানার এস আই শরীফুল ইসলাম ও জোরারগঞ্জ থানার এস আই হালিম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন তথ্য সেবা কর্মকর্তা অর্পনা মজুমদার উপস্থিত ছিলেন মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল হক নিজামী, সাংবাদিক মাঈন উদ্দিনসহ প্রমুখ।
আগস্ট ২৫ মাসের রিপোর্ট উপস্থাপন করেন উপজেলা সমন্বয়কারী জেছমিন আক্তার। ( বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করন ৩য় প্রকল্প) মিরসরাই। সভাপতি জানান গ্রাম আদালত কার্যক্রম মিরসরাই উপজেলার চলমান আছে। মামলার হার ও দিন দিন বাড়ছে। যদি কোন সমস্যা হয় তাহলে উপজেলা সমন্বয়কারী উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনা করবেন।
পরবর্তী পদক্ষেপ গ্রহন করবেন উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরে সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।