চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এডভোকেট সাইফুর রহমানের দাঁড়িপাল্লার সমর্থনে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) চট্টগ্রামের হালিশহরে একটি রেস্টুরেন্টে চট্টগ্রামে বসবাসরত মীরসরাইবাসীকে নিয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন এডভোকেট সাইফুর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল জব্বার, মিরসরাই উপজেলা জামায়াতের আমীর আমির মাওলানা নুরুল কবির, জোরারগঞ্জ থানা জামায়াতের আমীর বারইয়ারহাট পৌরসভার সাবেক কাউন্সিলর নুরুল হুদা হামিদী, মীরসরাই উপজেলা জামায়াতের সাবেক আমীর নুরুল করিম, ব্যারিস্টার সুলতান আহমদ কলেজের অধ্যাপক মাওলানা বোরহান উদ্দিন,আলমশাহ পাড়া মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা কামরুজ্জামান, চট্টগ্রাম দারুল ইরফান একাডেমির অধ্যক্ষ মাওলানা কেফায়েত উল্লাহ, মাওলানা এমদাদুল হক নিজামী সহ নেতৃবৃন্দ।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 


















