“সুস্থ, সুন্দর, সমাজ, বিনির্মানে আমরা অঙ্গীকারাবদ্ধ” এই স্লোগানকে সামনে রেখে চাইল্ড কেয়ার বাংলাদেশ’র মিরসরাই উপজেলা কমিটির ২য় বর্ষপূর্তি উদযাপন ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন হয়েছে। বুধবার (১ ফেব্রুয়ারি) বারইয়ারহাট পৌরসভার চিনকি আস্তানা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই ক্যাম্পেইনে প্রায় তিনশত ছাত্র-ছাত্রীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
এইসময় কেক কাটার মধ্য দিয়ে সংগঠনের ২য় বর্ষপূর্তি পালন করা হয়। এছাড়া সংগঠনের সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। সংগঠনের সদস্য সচিব তৌফিকুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি আলী আহসান, সাবেক ছাত্রনেতা মিয়া মোহাম্মদ হুমায়ুন, চিনকি আস্তানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন, চাইল্ড কেয়ার বাংলাদেশ’র মিরসরাই উপজেলার আহবায়ক শাহাদাত হোসেন ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম, সদস্য শেখ মোহাম্মদ মিলন, সদস্য শাহরিয়ার শোভন, ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংকের এডমিন আবু তৈয়ব সহ সংগঠনের সদস্যবৃন্দ।