সুস্থ, সুন্দর সমাজ বিনির্মাণে আমরা অঙ্গীকারাবদ্ধ এই স্লোগান মিরসরাইয়ে চাইল্ড কেয়ার বাংলাদেশ এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে ২০২৪-২০২৫ বর্ষে বি.কে নিশি কে সভাপতি এবং আব্দুল্লাহ আল নোমান কে সাধারণ সম্পাদক ঘোষণা করে মোট ২১জন সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। শনিবার (৩রা ফেব্রুয়ারি) সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এহসান করিম ইমন স্বাক্ষরিত প্যাডে এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি মোঃ মিরাজ উদ্দিন, সহ সাধারণ সম্পাদক হ্যাপি চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নুরের নবী, সহ সাংগঠনিক সম্পাদক সাদিয়া হায়দার, অর্থ সম্পাদক ইমন সম্রাট, সহ অর্থ সম্পাদক মনি, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম ইমন, প্রচার সম্পাদক আল ওয়াজেদ মারুফ, সহ প্রচার সম্পাদক সাহেনাজ আলম পপি, নারী ও শিশু বিষয়ক সম্পাদক শাহরিয়া ফাহমিদা ফারদিন, সহ নারী ও শিশু বিষয়ক সম্পাদক প্রিয়ন্তি শর্মা জয়া, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুল্লাহ আল এমরান, ধর্ম বিষয়ক সম্পাদক এম.এ হান্নান, সহ ধর্ম বিষয়ক সম্পাদক সৃজান পাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ রিমন, কার্যকরী সদস্য মারজানা আক্তার রিপা, শাহরিয়া হোসেন আবির, সাদিয়া সাদি, শুভ চক্রবর্তী।
উল্লেখ্য এই সংগঠনটি ২০২১ সালে প্রতিষ্ঠিত হয়ে বিভিন্ন সামাজিক কার্যাবলী সম্পাদন করে আসছে। এছাড়া এই প্রথম মিরসরাই উপজেলাতে কোন সামাজিক সংগঠনে একজন মেয়েকে সভাপতি হিসেবে ঘোষণা করা হলো।