চট্টগ্রামের মিরসরাইয়ে ছাত্রদলের ৩ নেতাকে বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের বিক্ষুব্ধ (একাংশ) নেতা-কর্মীরা। মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌর সদর প্রদক্ষিণ শেষে সমাবেশ করেছে। সমাবেশ থেকে উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেলকে মিরসরাইয়ে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।
উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সালমান হায়দারের সভাপতিত্বে ও নিজামপুর কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক হোসেন স্বজন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল গফুর জামশেদ, জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদাত হোসেন।
সমাবেশে বক্তারা বলেন, একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে কোন রকম তদন্ত ছাড়া শুধু মাত্র স্বাক্ষরের ক্ষমতা বলে অবৈধভাবে তাদের বহিষ্কার করা হয়েছে। আমরা এ বহিষ্কার ঘৃণাভরে প্রত্যাখান করছি। এই বহিষ্কার কি জন্য, কাদের খুশি করার জন্য এটি মিরসরাইয়ের তৃণমূলের নেতাকর্মীরা সবকিছু জানে।
বক্তারা বলেন, উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল ক্ষমতার অপব্যবহার করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিগত আন্দোলন সংগ্রামে কারা নির্যাতিত ছাত্রদের বহিষ্কার করেছে। আমরা এই সমাবেশ থেকে ঘোষণা করছি মিরসরাইয়ে রুবেলের প্রবেশ নিষিদ্ধ। মিরসরাইয়ের ছাত্র সমাজ তাকে অবাঞ্ছিত ঘোষণা করছে। আগামীতে কোনো হটকারি সিদ্ধান্ত নিলে মিরসরাইয়ের ছাত্রসমাজ তার দাঁত ভাঙা জবাব দেবে।