ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর এ্যসিসট্যান্ট সেক্রেটারি মো. শাহজাহান বলেছেন, সারাদেশের বিশ্ববিদ্যালয়ের তরুণদের জাগরণে দিন বদলের স্রোত তৈরি হয়েছে। সকল ষড়যন্ত্র রুখে দিয়ে তরুণরাই দাঁড়িপাল্লা প্রতীকে বিজয় এনে দেবে।
রবিবার (১১ জানুয়ারি) বিকালে মিরসরাই উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে বিশেষ দাওয়াতি ছাত্রসংযোগ মাস উপলক্ষে মিঠাছরা আজিজ কনভেনশন সেন্টারে জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, ইসলামী ছাত্রশিবির হলো নৈতিকতা সম্পন্ন মেধাবী প্রজন্ম তৈরির এক অনন্য শিক্ষা প্রতিষ্ঠান। ফ্যাসিবাদমুক্ত বৈষম্যহীন জ্ঞানভিত্তিক নতুন দেশ ও সমাজ গঠনে মেধাবী প্রজন্মকেই আগামীতে নেতৃত্ব দিতে হবে। তিনি বলেন, বাংলাদেশ আমাদের গর্ব, এটিকে নতুনভাবে বিনির্মানে মেধাবীদের এগিয়ে আসতে হবে।
সমাবেশে প্রধান বক্তা হিসবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে জামায়াতে ইসলামী মনোনিত সংসদ সদস্য প্রাথী এডভোকেট ছাইফুর রহমান।
মিরসরাই উপজেলা শিবিরের সভাপতি মো. সাকিব হোসাইনের সঞ্চালনায় ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি মাঈন উদ্দিন রায়হানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর দক্ষিণ সভাপতি মোহাম্মদ মাইনুল ইসলাম সহ অন্যান্য দায়িত্বশীলরা।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 

















