চট্টগ্রাম 2:22 am, Sunday, 2 November 2025

মিরসরাইয়ে ছোট ভাইকে গলা টিপে হত্যার অভিযোগে বড় ভাই গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে বড় ভাই আলী হাসান (৪৪) সাথে নিহত ছোট ভাই শাহাদাত হোসেন(৩৭) সাথে দীর্ঘ দিনের দ্বন্দ্ব চলে আসছে। সবশেষ শাহাদাতের মেয়ে শিশু শ্রেণিতে পড়ুয়া সাবিহা সাবরিন মিমির স্কুল ব্যাগে বড় ভাই আলী হাসানের ছেলে রনি বালি ঢুকিয়ে দেয়। এটি নিয়ে দুই ভাই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে গাছের গুড়ি দিয়ে সজোরে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে শাহাদাত হোসেন। তাকে উদ্ধার করে আহতাবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (মস্তাননগর) নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির নাম শাহাদাত হোসেন (৩৭) নিহত শাহাদাত উপজেলার ৫ নং ওসমানপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মরগাং এলাকার মৃত নুর আহমেদের ছেলে।

শনিবার (১ নভেম্বর) দুপুর দেড়টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শাহাদাত হোসেন(৩৭) এলাকায় রাজমিস্ত্রির কাজ করতেন। খুনের সাথে যুক্ত বড় ভাই আলী হোসেন(৪৪) লাইটার জাহাজের কর্মচারী।

জোরারগঞ্জ থানা পুলিশ সূত্র থেকে জানা যায়, শনিবার দুপুরে ছোট ভাই শাহাদাতের মেয়ে সামিয়া আক্তার (৫) ও বড় ভাই আলী হোসেনের ছেলে রনির (১০) সাথে ঝগড়া নিয়ে দুই ভাইয়ের স্ত্রীদের মধ্যে কলহ হয়। সেটিকে কেন্দ্র করে ছোট ভাই শাহাদাত হোসেনের সাথে বড় ভাই আলী হোসেনের ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে দুই ভাই মারামারিতে জড়ায়। এক পর্যায়ে বড় ভাই আলী হোসেন ছোট ভাই শাহাদাত হোসেনকে আঘাত করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

এ বিষয়ে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মাহমুদা আক্তার জানান, শনিবার বেলা আড়াইটার দিকে বৃদ্ধ এক নারী ও দুই ব্যক্তি শাহাদাত হোসেন নামের এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির কাঁদে আঘাতের চিহ্ন ছিল। জিজ্ঞাসা করে জানতে পেরেছি সাথে আসা বৃদ্ধ মহিলার নাম রিজিয়া খাতুন। নিহত শাহাদাত হোসেনের মা। অন্য দুই ব্যক্তির একজন বড় ভাই ও অপরজন প্রতিবেশী। মৃত্যু নিশ্চিত জেনে ছোট ভাইয়ের লাশ হাসপাতালে ফেলে পালিয়ে যান বড় ভাই আলী হোসেন।

লাশ উদ্ধারে হাসপাতালে আসা জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. ফারুফ উদ্দিন বলেন, পরিবারের দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে প্রথমে দুই ভাইয়ের স্ত্রী ও পরে দুই ভাইয়ের ঝগড়া ও মারামারি একপর্যায়ে বড়ভাইর আঘাতে শাহাদাত হোসেনের মৃত্যু হয়েছে প্রাথমিকভাবে জানতে পেরেছি এখন লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাচ্ছি।আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মিরসরাইয়ে ছোট ভাইকে গলা টিপে হত্যার অভিযোগে বড় ভাই গ্রেপ্তার

Update Time : 09:33:16 pm, Saturday, 1 November 2025

চট্টগ্রামের মিরসরাইয়ে বড় ভাই আলী হাসান (৪৪) সাথে নিহত ছোট ভাই শাহাদাত হোসেন(৩৭) সাথে দীর্ঘ দিনের দ্বন্দ্ব চলে আসছে। সবশেষ শাহাদাতের মেয়ে শিশু শ্রেণিতে পড়ুয়া সাবিহা সাবরিন মিমির স্কুল ব্যাগে বড় ভাই আলী হাসানের ছেলে রনি বালি ঢুকিয়ে দেয়। এটি নিয়ে দুই ভাই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে গাছের গুড়ি দিয়ে সজোরে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে শাহাদাত হোসেন। তাকে উদ্ধার করে আহতাবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (মস্তাননগর) নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির নাম শাহাদাত হোসেন (৩৭) নিহত শাহাদাত উপজেলার ৫ নং ওসমানপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মরগাং এলাকার মৃত নুর আহমেদের ছেলে।

শনিবার (১ নভেম্বর) দুপুর দেড়টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শাহাদাত হোসেন(৩৭) এলাকায় রাজমিস্ত্রির কাজ করতেন। খুনের সাথে যুক্ত বড় ভাই আলী হোসেন(৪৪) লাইটার জাহাজের কর্মচারী।

জোরারগঞ্জ থানা পুলিশ সূত্র থেকে জানা যায়, শনিবার দুপুরে ছোট ভাই শাহাদাতের মেয়ে সামিয়া আক্তার (৫) ও বড় ভাই আলী হোসেনের ছেলে রনির (১০) সাথে ঝগড়া নিয়ে দুই ভাইয়ের স্ত্রীদের মধ্যে কলহ হয়। সেটিকে কেন্দ্র করে ছোট ভাই শাহাদাত হোসেনের সাথে বড় ভাই আলী হোসেনের ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে দুই ভাই মারামারিতে জড়ায়। এক পর্যায়ে বড় ভাই আলী হোসেন ছোট ভাই শাহাদাত হোসেনকে আঘাত করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

এ বিষয়ে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মাহমুদা আক্তার জানান, শনিবার বেলা আড়াইটার দিকে বৃদ্ধ এক নারী ও দুই ব্যক্তি শাহাদাত হোসেন নামের এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির কাঁদে আঘাতের চিহ্ন ছিল। জিজ্ঞাসা করে জানতে পেরেছি সাথে আসা বৃদ্ধ মহিলার নাম রিজিয়া খাতুন। নিহত শাহাদাত হোসেনের মা। অন্য দুই ব্যক্তির একজন বড় ভাই ও অপরজন প্রতিবেশী। মৃত্যু নিশ্চিত জেনে ছোট ভাইয়ের লাশ হাসপাতালে ফেলে পালিয়ে যান বড় ভাই আলী হোসেন।

লাশ উদ্ধারে হাসপাতালে আসা জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. ফারুফ উদ্দিন বলেন, পরিবারের দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে প্রথমে দুই ভাইয়ের স্ত্রী ও পরে দুই ভাইয়ের ঝগড়া ও মারামারি একপর্যায়ে বড়ভাইর আঘাতে শাহাদাত হোসেনের মৃত্যু হয়েছে প্রাথমিকভাবে জানতে পেরেছি এখন লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাচ্ছি।আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।