“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই স্লোগানকে সামনে রেখে মিরসরাইয়ে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১১টা উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে উপজেলা সমবায় কর্মকর্তা দিবাকর দাশ মান্না সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলা উদ্দিন কাদের, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় ও সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন, নুর আলম,সাইফুদ্দিন মাহমুদ, জয়নাল আবেদিন, শিল্পী রানি নাথসহ প্রমুখ।
সমষ্টি উন্নয়ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি:, কনসাল মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি, ফেনী উপত্যকা কাঠ ব্যবসায়ী সমিতিকে পুরষ্কিত করা হয়। ৩০ জন দুগ্ধ উৎপাদনকারী সমবায়ীকে ঋণের চেক প্রদান করা হয়।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 








