জামায়াতে ইসলামী জোরারগঞ্জ থানা শাখার উদ্যোগে রুকন শিক্ষা বৈঠক সম্পন্ন হয়েছে।
শনিবার (২ আগস্ট) সকাল ৮টা থেকে থানা আমির মাওলানা নুরুল হুদা হামিদীর সভাপতিত্বে ও সেক্রেটারি মাইন উদ্দিন এর সঞ্চালনায় রুকন শিক্ষা বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা আমির আলা উদ্দিন শিকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আমির মাওলানা আবদুস সালাম আজাদ, চট্টগ্রাম উত্তর জেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যাপক বোরহান উদ্দিন, জোরারগঞ্জ থানা নায়েবে আমির মাওলানা মোকতার আহমেদসহ আরো উপস্থিত ছিলেন জোরারগঞ্জ থানা শুরা ও কর্ম পরিষদ সদস্য বৃন্দ।