মিরসরাইয়ের জেলে সম্প্রদায়ের সাথে নির্বাচনী উঠান বৈঠকে ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান বলেন, মুসলমানদের আল্লাহ আর জেলে সম্প্রদায়ের ভগবান একই জিনিস। এই আল্লাহ বা বগভানের তৈরি প্রকৃতির রোদ বৃষ্টি আলো বাতাস অক্সিজেন যেমনি হিন্দু মুসলিম বৌদ্ধ খৃষ্টান মারমা ত্রিপুরা সকলেই সমান ভাবে পায় ঠিক তেমনি জামায়াতে ইসলাম ক্ষমতায় জামায়াতের ছায়ায় এই দেশে সকল সম্প্রদায়ের লোকদের নিয়ে এমন একটা সমাজ ব্যবস্থা বাস্তব করতে চায় যেখানে কারো কোন ভেদাভেদ থাকবেনা।
শুক্রবার ( ১৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সাহেরখালী ইউনিয়নের ডোমখালি জলদাস পাড়ায় উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উঠান বৈঠকে জেলে সম্প্রদায়ের সর্দার বাদল চন্দ্রের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমীর বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন। বৈঠকে উপস্থিত ছিলেন সবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম সহ জেলে সম্প্রদায় ও জামায়াতের নেতাকর্মীরা। অনুষ্ঠানে প্রায় ৫ শতাধিক জেলে সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।
উঠান বৈঠকে জেলে সম্প্রদায়ের নেতৃবৃন্দ এডভোকেট সাইফুর রহমানের কাছে তাদের বিভিন্ন দাবি দাওয়া ও আশা আকাঙ্ক্ষা ও অভিমত ব্যক্ত করেন।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 


















