চট্টগ্রামের মিরসরাইয়ে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয় বর্ষপূর্তি উপলক্ষে নিহত শহীদদের স্মরণে ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) বিকেলে মিরসরাই উপজেলার দুই পৌরসভা ও মিরসরাই কলেজ ছাত্রদলের আয়োজনে উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
২০২৪ সালের জুলাই-আগস্টে স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি হুসাইন মুহাম্মদ মাসুম।বিশেষ অতিথি ছিলেন মিরসরাই উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর উদ্দিন রাজু ও যুগ্ম আহ্বায়ক এমরান আনোয়ার।
এছাড়াও উপস্থিত ছিলেন মিরসরাই পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক শাকিল, সদস্য তৌহিদুল ইসলাম নিশান, মিরসরাই কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন, কলেজ ছাত্রনেতা ফখরুল ইসলাম ভূইয়া, ইকবাল হোসেন ইমন, আব্দুল্লাহ আল মামুনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রদল নেতাকর্মীরা।