চট্টগ্রামের মিরসরাইয়ে বিকল হওয়া ড্রাম ট্রাকের পেছনে দ্রুত গতির লরীর ধাক্কায় সহকারী নিহত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) ভোর সাড়ে ৬টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেইনের সুফিয়া রোড রাস্তার মাথায় এই দুর্ঘটনায় ঘটে।
নিহতের নাম মোঃ সাব্বির হোসেন (২০)। সাব্বির চট্টগ্রামের উত্তর হালিশহর এলাকায় মিয়াজের বাড়ির আলি আব্বাসের পুত্র। ঘটনা পর মিরসরাই ফায়ার সার্ভিস ও জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ আটকে থাকা নিহতকে উদ্ধার করে।
জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক মোঃ বোরহান উদ্দিন বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুফিয়া রোডের মাথায় ঢাকামুখী লেইনে একটি ড্রাম ট্রাক বিকল হয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকে। এসময় দ্রুত গতির একটি লরীর পেছন থেকে ধাক্কা দিলে ড্রাম ট্রাকের ভেতরে থাকা সহকারী সাব্বির নিহত হয়। পরে মিরসরাই ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়। এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।