চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক কিশোরের (১২) মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল এগারোটায় উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক রাশেদ রানা বলেন, শুক্রবার সকাল এগারোটায় স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির আওতাধীন সীতাকুণ্ড- বড়তাকিয়া সেকশনের রেলওয়ে কিলোমিটার ৪৫/৬-৭ এর মধ্যবর্তী দক্ষিণ ওয়াহেদপুর এলাকায় থেকে এক কিশোরের লাশ উদ্ধার করি। এখনো ওই কিশোরের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
সুরতহালে দেখা যায় ট্রেনের ধাক্কায় মাথার পেছনে আঘাত পেয়ে ওই কিশোরের মৃত্যু হয়েছে। লাশ ডিএনএ সংগ্রহ ও ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই দুর্ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। কিশোরটির পরনে ছাই রঙের ফুল পেন্ট ও নেভী ব্লু রঙের হাফ হাতা গেঞ্জি ছিলো। আমরা কিশোরের পরিচয় শনাক্তের চেষ্টা করছি।