চট্টগ্রামের মিরসরাইয়ে মিরসরাইয়ে ডাকাতির পরিকল্পনা ও প্রস্তুতিকালে সরঞ্জামসহ মো. শহীদ প্রকাশ ওরফে কবিরাজ শহীদকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ৮ নং দুর্গাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব রায়পুর গ্রাম থেকে শহীদকে স্থানীয়রা আটক করে জোরারগঞ্জ থানা পুলিশে সোপর্দ করে।
এ সময় আরও ৭-৮ জন ডাকাত পালিয়ে যায়। শুক্রবার রাত ৯টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ওসি এম আবদুল হালিম।
কবিরাজ শহীদ লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার পাঁচ পাড়া এলাকার মৃত মোবারক উল্লাহর ছেলে।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আবদুল হালিম বলেন, উপজেলার ৮ নং দুর্গাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব রায়পুর এলাকায় ডাকাতির পরিকল্পনা ও প্রস্তুতিকালে কবিরাজ শহীদকে ডাকাতির বিভিন্ন সরঞ্জামসহ গ্রেফতার করা হয়েছে। এ সময় আরও অজ্ঞাত ৭/৮ জন ডাকাত পালিয়ে যায়। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
ওসি আরও বলেন, গ্রেফতার শহীদের নামে বিভিন্ন থানায় ১৭টি মামলা রয়েছে। গ্রেফতার ও পলাতক আসামিদের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় ডাকাতির মামলা রুজু করা হয়েছে।