চট্টগ্রামের মিরসরাইয়ে ব্যাপক হারে চুরি ছিনতাই ডাকাতি ও চাদাবাজি বৃদ্ধি পাওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি তলানিতে। দেখা দিয়েছে জনমনে অসন্তোষ ও আতঙ্ক। নিরাপত্তা নেই সাধারণ জনজীবনের। মানুষের ব্যাপক সমালোচনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মিরসরাই থানা অফিসার ইনচার্জ আতিকুর রহমানের সাথে সাক্ষাৎ করেন জামায়াত মনোনীত প্রার্থী ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান। এসময় তিনি বলেন এসব চুরি ছিনতাই ডাকাতি চাদাবাজি বন্ধে পুলিশ পপ্রশাসনকেই কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
বৃহস্পতিবার ( ২০ নভেম্বর) বিকাল ৫ টার দিকে মিরসরাই থানা অফিসার ইনচার্জ কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় তিনি বলেন, পুুলিশ অনেক কাজ করছে এটি সত্য। তবে যে পরিমাণ চুরি-ডাকাতি হচ্ছে তা বন্ধ করতে হবে। প্রশাসন আন্তরিক হলে এবং তাদের যে টিম রয়েছে তারা সম্মলিত ভাবে বিশেষ পরিকল্পনা গ্রহণ করলে অপরাধীরা থাকবেনা। পুলিশের কোন প্রকার সহয়োগীতা প্রয়োজন হলে পুলশেকে সহযোগীতা করার আশ্বাস প্রধান করেন তিনি।এসময় তিনি চুরি ডাকাতির বিরুদ্ধে সকল রাজনৈতিক দলকে এগিয়ে আসার আহব্বান জানান।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান এসময় জানান, ৫ আগষ্ট পরবর্তী সারাদেশের ন্যায় মিরসরাইতেও অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে। যে হারে অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে তার সাথে পাল্লা দিয়ে পুলিশি তৎপরতাও বৃদ্ধি পেয়েছে। কিন্তু সীমিত লজিস্টিক ও অপর্যাপ্ত লোকবল নিয়ে পর্যাপ্ত আইনি ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হচ্ছে না। তার পরেও বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হলেও ২০ থেকে ৩০ টি মামলার আসামি কেও গ্রেফতারের দিনেই জামিন দিয়ে দেয়া হয়। ফলে অপরাধীদের গ্রেফতার করেও সুফল পাওয়া যাচ্ছে না।
আদালতের প্রতি ওসি আতিকুর রহমানের এমন অভিযোগের প্রেক্ষিতে ডেপুটি এটর্নি জেনারেল বলেন, আসামীর জামিন নির্ভর করে পুলিশের এফআইআর এর উপর ভিত্তি করে। পুলিশের এফআইআর যদি দুর্বল হয় তাহলে আসামি জামীন পেতে সুবিধা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, মিরসরাই উপজেলা জামায়াতে আমির নুরুল কবির, মিরসরাই পৌরসভা জামায়াত সভাপতি মাওলানা শিহাব উদ্দিন ও জামায়াতে ইসলামের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন চাকসুর স্বাস্থ্য ও চিকিৎসা সম্পাদক আফনান হাসান ইমরান,মিরসরাই উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা নুরুল কবির,মিরসরাই উপজেলা জামায়াতে ইসলামীর বায়তুলমাল সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন,৯নং মিরসরাই সদর ইউনিয়ন সভাপতি হাফেজ মোহাম্মদ ফারুক,মিরসরাই পৌরসভা জামায়াতে ইসলামী আমির মাওলানা শিহাব উদ্দিন,ছাত্রশিবির চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারী মাঈন উদ্দিন রায়হান,স্কুল ও কলেজ কার্যক্রম সম্পাদক আব্দুস সালাম,আবুতোরাব সাংগঠনিক থানা শাখা সভাপতি রায়হান উদ্দিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 


















