বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সাইফুর রহমানের বাবার কানাজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) বিকাল ৫ টায় ১০ নং মিঠানালা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বায়তুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমানের বাবা মাস্টার আব্দুল হক নিজামী সোমবার (৩০ জুন) বিকেলে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৯০)।
জানা গেছে, মাস্টার আব্দুল হক নিজামী দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে সন্তান, ২ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
মঙ্গলবার (১ জুলাই) বিকেলে মরহুমের জানাজার নামাজে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন সিকদার, সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিকী, কর্ম পরিষদের সূরা সদস্য অধ্যক্ষ নুরুন্নবী, বাংলাদেশ খেলাফত মজলিশ চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মাওলানা জাফর উল্লাহ, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নুরুল আমিন, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, মিরসরাই থানা জামায়াতের আমির নুরুল কবির, সেক্রেটারি আনোয়ার উল্লাহ আল মামুন, জোরারগঞ্জ থানা জামায়াতের আমির নুরুল হুদা হামেদী, সেক্রেটারি মাঈন উদ্দিন বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম ইউসুফ, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরোয়ার সেলিমসহ বিভিন্ন রাজনৈতিক, সমাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এদিকে অ্যাডভোকেট সাইফুর রহমানের বাবা মাস্টার আব্দুল হক নিজামীর মৃত্যুতে মরহুমের পরিবারের শোক জ্ঞাপন করেছেন বাংলাদেশ জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নুরুল আমিন চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরীসহ বিশিষ্টজনরা।