চট্টগ্রাম 8:28 pm, Friday, 23 January 2026

মিরসরাইয়ে তরুণ প্রজন্মের ভাবনার প্রশ্নের উত্তর দিলেন জামায়াত প্রার্থী

স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মিরসরাইয়ের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে “তরুণদের ভাবনায় মিরসরাই, তরুণদের প্রশ্নে মিরসরাই” Hello Our Gen-Z শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠান হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকালে মিরসরাই পৌর সদরের ঊষা ডেভেলারস মাঠে শীতের স্নিগ্ধ বিকেলে সফলভাবে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চট্টগ্রাম–১ (মিরসরাই) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ পদপ্রার্থী এডভোকেট ছাইফুর রহমান৷

মিরসরাইয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানটি শিক্ষার্থীদের আশা–আকাঙ্ক্ষা ও প্রত্যাশার একটি বাস্তব প্রতিফলনে পরিণত হয়।

মুক্তমঞ্চে শিক্ষার্থীরা প্রধান অতিথির নিকট নিজেদের আশা–ভরসা, প্রত্যাশা, প্রশ্ন ও ভবিষ্যৎ ভাবনা অকপটে উপস্থাপন করেন। সমসাময়িক সামাজিক, শিক্ষাগত ও নাগরিক নানা সমস্যা আলোচনায় উঠে আসে এবং একটি শিক্ষাবান্ধব, বৈষম্যহীন ও নিরাপদ সমাজ গঠনের দাবি স্পষ্টভাবে তুলে ধরা হয়।

এসময় প্রধান অতিথি এডভোকেট ছাইফুর রহমান জনপ্রতিনিধি হিসেবে তিনি শিক্ষার্থীদের সঙ্গে নিয়েই একটি সমৃদ্ধ, দক্ষ ও উন্নত মিরসরাই গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানটি অংশগ্রহণকারী শিক্ষার্থী ও উপস্থিত সুধীজনদের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলে। ভবিষ্যতেও শিক্ষার্থী ও জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে এ ধরনের গঠনমূলক সংলাপ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মিরসরাইয়ে তরুণ প্রজন্মের ভাবনার প্রশ্নের উত্তর দিলেন জামায়াত প্রার্থী

মিরসরাইয়ে তরুণ প্রজন্মের ভাবনার প্রশ্নের উত্তর দিলেন জামায়াত প্রার্থী

Update Time : 08:28:20 pm, Friday, 23 January 2026

স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মিরসরাইয়ের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে “তরুণদের ভাবনায় মিরসরাই, তরুণদের প্রশ্নে মিরসরাই” Hello Our Gen-Z শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠান হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকালে মিরসরাই পৌর সদরের ঊষা ডেভেলারস মাঠে শীতের স্নিগ্ধ বিকেলে সফলভাবে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চট্টগ্রাম–১ (মিরসরাই) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ পদপ্রার্থী এডভোকেট ছাইফুর রহমান৷

মিরসরাইয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানটি শিক্ষার্থীদের আশা–আকাঙ্ক্ষা ও প্রত্যাশার একটি বাস্তব প্রতিফলনে পরিণত হয়।

মুক্তমঞ্চে শিক্ষার্থীরা প্রধান অতিথির নিকট নিজেদের আশা–ভরসা, প্রত্যাশা, প্রশ্ন ও ভবিষ্যৎ ভাবনা অকপটে উপস্থাপন করেন। সমসাময়িক সামাজিক, শিক্ষাগত ও নাগরিক নানা সমস্যা আলোচনায় উঠে আসে এবং একটি শিক্ষাবান্ধব, বৈষম্যহীন ও নিরাপদ সমাজ গঠনের দাবি স্পষ্টভাবে তুলে ধরা হয়।

এসময় প্রধান অতিথি এডভোকেট ছাইফুর রহমান জনপ্রতিনিধি হিসেবে তিনি শিক্ষার্থীদের সঙ্গে নিয়েই একটি সমৃদ্ধ, দক্ষ ও উন্নত মিরসরাই গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানটি অংশগ্রহণকারী শিক্ষার্থী ও উপস্থিত সুধীজনদের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলে। ভবিষ্যতেও শিক্ষার্থী ও জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে এ ধরনের গঠনমূলক সংলাপ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।