মিরসরাইয়ের তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদ্রাসার কৃর্তি শিক্ষার্থী সংবর্ধনা, এডহক কমিটির অভিষেক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত কৃর্তি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নব নির্বাচিত এডহক কমিটির সভাপতি এডভোকেট মোঃ মনজুর হোসেন।
মাদ্রাসা সুপার মাওলানা মফিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাদ্রাসার অভিবাবক সদস্য আমানুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দিদারুল আলম, মাদ্রাসা প্রতিষ্ঠাতা রবিউল হোসেন মেম্বার, নুরানী বিভাগের সভাপতি মোঃ সেলিম উদ্দিন, অভিবাবক সদস্য আবুল কালাম, কবির আহম্মদ নিজামী, শিক্ষক সামিউল আলম, রাশেদা আক্তার, আবুল হোসাইন, মোঃ হারুন অর রশিদ, প্রাক্তণ ছাত্র আরিফ উদ্দিন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, তেতৈয়া দাওয়াতুল মাদ্রাসা ২০২৫ সালের দাখিল পরীক্ষায় শতভাগ পাশের সাফল্য অর্জন করেছে। এই অর্জনের দাবিদার শিক্ষক, পরিচালনা পরিষদ, অভিবাবকসহ সকলে। শিক্ষকের পাশাপাশি অভিবাবকদের সন্তানের প্রতি আরো বেশি দায়িত্ব ও যত্নবান হওয়ার আহবান জানান।