ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এডভোকেট ছাইফুর রহমানের দাঁড়িপাল্লার সমর্থনে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯জানুয়ারি) বিকালে বারইয়ারহাট শাহ আমানত রেস্টুরেন্টে এ সমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ছাইফুর রহমান।
জামালপুর মাদরাসার মুহাতামিম মাওলানা মকসুদ আহম্মদের সভাপতিত্বে ও জোরারগঞ্জ থানা জামায়াতের আমীর মাওলানা নুরুল হুদা হামেদীর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফতে মজলিসের উত্তর জেলার সভাপতি মাওলানা জাফর উল্লাহ নিজামী, মিরসরাই উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল কবির, বাংলাদেশ খেলাফতে মজলিসের মিরসরাই উপজেলার সভাপতি মাওলানা মুফতি রেজাউল হক, সাধারণ সম্পাদক মাওলানা মুফতি মফিজ উল্লাহ, চট্টগ্রাম উত্তর জেলার জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) যুগ্ম আহবায়ক অধ্যাপক আশরাফ উদ্দিন, জোরারগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারি মো. মাঈন উদ্দিন, মিরসরাই উপজেলা জামায়াতে সেক্রেটারি আনোয়ার উল্লাহ আল মামুন।
এতে প্রধান অতিথির বক্তব্য এডভোকেট ছাইফুর রহমান বলেন, আমরা ১১ দল একত্রিত হয়ে এক দেহ এক প্রাণ হয়ে কাজ করবো। আমরা বিজয়ের জন্য কাজ করবো এবং বিজয় পরবর্তী দেশ গঠনে একসাথে কাজ করবো। আমার চাঁদাবাজি, ঘুষ-দূর্ণীতি, লুটপাট, দখল বাণিজ্য, হত্যা রাহাজানি চিরতরে বন্ধ করে দিবো।
নির্বাচনী সমাবেশে জামায়াতের পাশাপাশি ১১ দলিয় জোটের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 


















