চট্টগ্রামের মিরসরাইয়ে দুইটি দেশীয় অস্ত্র ও কার্তুজসহ মোঃ বাহার (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জোরারগজ্ঞ থানা পুলিশ।
বুধবার (২৬ ডিসেম্বর) রাত ১ টায় উপজেলার ৬ নং ইছাখালী ইউনিয়নের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের পূর্ব ইছাখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এসময় তার কাছে থাকা নীল রংয়ের একটি ব্যাগ থেকে দেশীয় তৈরী একটি এলজি, একটি পাইপগান, একটি পিস্তলের ম্যাগজিন, দুইটি বার বোর শর্টগানের তাজা কার্তুজ উদ্ধার করা হয়। মোঃ বাহার উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়নের রহমতাবাদ গ্রামের বাসিন্দা।
জোরারগঞ্জ থানা অফিসার ইনচার্জ ওসি শিফাতুল মাজাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ মোঃ বাহারকে গ্রেপ্তার করা হয়েছে। একটি সিএনজি অটোরিকশার করে চার জনের একটি গ্রুপ অস্ত্রগুলো জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল এলাকায় নিয়ে আসে। সিএনজি অটোরিকসাসহ মোঃ বাহারকে গ্রেপ্তার করা গেলেও অন্য তিনজন পালিয়ে যায়। এবিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মোঃ বাহারের নামে থানায় অন্য কোন মামলা থাকার তথ্য পাওয়া যায়নি