চট্টগ্রামের মিরসরাই নূরানী তা’লীমুল কুরআন মাদরাসা ও হেফজখানা তৃতীয় শ্রেনীর খতমে কুরআন ও পঞ্চম শ্রেনীর সমাপনী পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ১১ টায় মিরসরাই নূরানী তা’লীমুল কুরআন মাদরাসার মিলনায়তনে মাদরাসার সুপান মাওলানা সাইফুল ইসলামের সভাপতিত্বে মাওলানা তুষারের সঞ্চালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত মাহফিলে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী মীর ওয়ারিস মাদরাার মুহাদ্দিস মুফতু মোহাম্মদ আলী, বিশেষ অতিথি ছিলেন মিরসরাই থানা ওসি আবদুল কাদের, আরো ছিলেন, মাওলানা ওয়াহিদুল ইসলাম, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা কেফায়েত উল্যাহ, মাওলানা মামুনুর রশীদ, হাফেজ জাকেরসহ প্রমুখ।
বক্তারা বলেন, দ্বীনি শিক্ষা করা সবার দরকার। এরমাঝ মেয়েদের পর্দানশিন হয়ে শিক্ষা গ্রহন করতে হবে। সমাজে বিবেকবান মানুষ তৈরি করতে মাদরাসা শিক্ষকার বিকল্প নেই।