চট্টগ্রামের মিরসরাইয়ে পানিতে ডুবে ২য় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ আগস্ট) দুপুর ১১ টার সময় উপজেলার ২নং হিঙ্গুলী ইউনিয়নের মেহেদী নগর গ্রামে এদূর্ঘটনা ঘটে। মৃত আশিকুল ইসলাম (৮) হিঙ্গুলী ইউনিয়নের মেহেদী নগর গ্রামের শাহ আলম সওদাগর বাড়ীর জামাল উদ্দিনের ছেলে।
আশিকের মামা সিরাজ জানান, সে প্রতিবেশী ২ জন ছেরের সাথে খেলতে যায়। এসময় অজ্ঞতা বশত পাশবতি একটি পুকুরে পড়ে যায়। পরে তার খেলার সাথীরা বিষয়টি জানালে, পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
মৃত আশিক স্থানীয় একটি নূরাণী মাদরাসায় ২য় শ্রেণিতে অধ্যয়নরত ছিলো। এঘটনায় তার পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বাদ আছর জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়