মিরসরাইয়ে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে পানিবন্দি মানুষের মাঝে মিরসরাই জামায়াতে ইসলামীর উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ( ২০ আগস্ট) মিরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়নের গোভনিয়া এলাকায় অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে হাজার হাজার মানুষের ঘর বাড়ি পানির নিচে তলিয়ে যায়, তাৎক্ষণিক মিরসরাই উপজেলা জামায়াতের আমীর মোঃ নুরুল কবিরসহ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ তাদের পাশে গিয়ে দাঁড়াল, তিনি বেশ কিছু পরিবারকে শুকনো খাবার দিয়ে সহযোগিতা করেন।
এসময় উপস্থিত অসহায় পরিবারের প্রতি লক্ষ্য করে জামায়াত নেতৃবৃন্দ বলেন, আল্লাহ বিপদ আপদ দিয়ে তার বান্দাদেরকে পরীক্ষা করেন, বিপদ আপদে সর্বোচ্চ ধৈর্য্যরে পরিচয় দিতে হবে, আল্লাহ ধৈর্যশীলদের সাথেই থাকেন। এতে আরো উপস্থিত ছিলেন ১২ নং খৈয়াছড়া ইউনিয়নের সভাপতি মোঃ ইকরামুল হক, পৌরসভার সভাপতি মোঃ শিহাব উদ্দিন শ্রমিক নেতা মোশাররফ হোসেন, আবু জাফর, ইমদাদ হোসেন প্রমুখ
উপজেলা জামায়াতের আমীর নুরুল কবির বলেন, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে অনেক এলাকার মানুষ পানিবন্দি হয়ে দুর্বিসহ জীবন পার করছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমরা কিছু পরিবারের মাঝে খাদ্য সামগ্রী দিয়েছি। পর্যায়ক্রমে অন্যান্য এলাকায় খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হবে।