চট্টগ্রাম 11:00 pm, Thursday, 11 December 2025

মিরসরাইয়ে পায়ের উপর বসাকে কেন্দ্র সংর্ঘষে জুলাই যোদ্ধা নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে পায়ের উপর পা রেখে বসাকে কেন্দ্র করে সংর্ঘষে গাজী তাহমিদ খান (২৫) নামে এক ‘জুলাই যুদ্ধা’ নিহত হয়েছেন। বুধবার (১০ ডিসেম্বর) রাত ১২. ২৫ ঘটিকায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায় তিনি৷

নিহত তাহমিদ বারইয়ারহাট পৌরসভার ৩নং ওয়ার্ডের মো. আলমগীরের ছেলে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ও নিরাপদ সড়ক আন্দোলন মিরসরাই উপজেলা শাখার যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন।

ঘটনায় জানা গেছে, বুধবার বিকেলে বারইয়ারহাট পৌর বাজারে শাহ আমানত হোটেল চত্ত্বর এলাকায় একটি দোকানে পায়ের ওপর পা তুলে বসে ছিলেন হিঙ্গুলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা জুবায়ের। বিষয়টি নিয়ে বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম লিটন জুবায়েরকে লাথি মারাকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয়। পরে লিটন ও জুবায়ের নিজ নিজ এলাকা জামালপুর ও হিঙ্গুলীর লোকজনদের নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে তাহমিদ, রায়হান, মোহন দে, আবির, মোজম্মেল সহ ৮-১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

এর আগে একইদিন সন্ধ্যায় হামলায় সে আহত হলে উদ্ধার করে প্রথমে বারইয়ারহাট মেডিকেল সেন্টারে নিয়ে যায়। সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শারিরীক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেলে সে মারা যায়।

বারইয়ারহাট পৌরসভ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহন দে জানান, বুধবার বিকেলে লিটন ভাইয়ের সঙ্গে জুবায়েরের ঝামেলার বিষযটি মীমাংসার জন্য আমরা কয়েকজন মিলে ট্রাফিক মোড়ে যাই। সেখানে যাওয়ার পর কথা বলার একপর্যায়ে লিটন ভাইয়ের কর্মীরা আমাদের ওপর হামলা করে। এতে বেশ কয়েকজন আহত হয়। তাহমিদ কখন সেখানে গেছে বলতে পারি না। সে আমাদের এলাকার হওয়ায় তাকে উপর্যপুরি কুপিয়ে মারাত্মক আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে বারইয়ারহাট মেডিকেল সেন্টার ও সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। একপর্যায়ে শারীরিক অবস্থার আরও অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ১২টায় তাহমিদ মারা যায়।

এ বিষয়ে জোরারগঞ্জ অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক বলেন, জুনিয়র-সিনিয়র দ্বন্ধে বিএনপির একই গ্রুপের দুপক্ষের মধ্যে সংঘর্ষে তাহমিদ নামে একজন নিহত হয়েছেন। তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ বাড়িতে নিয়ে আসা হবে। এই ঘটনায় থানায় মামলা দায়ের হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মিরসরাইয়ে পায়ের উপর বসাকে কেন্দ্র সংর্ঘষে জুলাই যোদ্ধা নিহত

মিরসরাইয়ে পায়ের উপর বসাকে কেন্দ্র সংর্ঘষে জুলাই যোদ্ধা নিহত

Update Time : 09:35:06 pm, Thursday, 11 December 2025

চট্টগ্রামের মিরসরাইয়ে পায়ের উপর পা রেখে বসাকে কেন্দ্র করে সংর্ঘষে গাজী তাহমিদ খান (২৫) নামে এক ‘জুলাই যুদ্ধা’ নিহত হয়েছেন। বুধবার (১০ ডিসেম্বর) রাত ১২. ২৫ ঘটিকায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায় তিনি৷

নিহত তাহমিদ বারইয়ারহাট পৌরসভার ৩নং ওয়ার্ডের মো. আলমগীরের ছেলে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ও নিরাপদ সড়ক আন্দোলন মিরসরাই উপজেলা শাখার যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন।

ঘটনায় জানা গেছে, বুধবার বিকেলে বারইয়ারহাট পৌর বাজারে শাহ আমানত হোটেল চত্ত্বর এলাকায় একটি দোকানে পায়ের ওপর পা তুলে বসে ছিলেন হিঙ্গুলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা জুবায়ের। বিষয়টি নিয়ে বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম লিটন জুবায়েরকে লাথি মারাকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয়। পরে লিটন ও জুবায়ের নিজ নিজ এলাকা জামালপুর ও হিঙ্গুলীর লোকজনদের নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে তাহমিদ, রায়হান, মোহন দে, আবির, মোজম্মেল সহ ৮-১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

এর আগে একইদিন সন্ধ্যায় হামলায় সে আহত হলে উদ্ধার করে প্রথমে বারইয়ারহাট মেডিকেল সেন্টারে নিয়ে যায়। সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শারিরীক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেলে সে মারা যায়।

বারইয়ারহাট পৌরসভ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহন দে জানান, বুধবার বিকেলে লিটন ভাইয়ের সঙ্গে জুবায়েরের ঝামেলার বিষযটি মীমাংসার জন্য আমরা কয়েকজন মিলে ট্রাফিক মোড়ে যাই। সেখানে যাওয়ার পর কথা বলার একপর্যায়ে লিটন ভাইয়ের কর্মীরা আমাদের ওপর হামলা করে। এতে বেশ কয়েকজন আহত হয়। তাহমিদ কখন সেখানে গেছে বলতে পারি না। সে আমাদের এলাকার হওয়ায় তাকে উপর্যপুরি কুপিয়ে মারাত্মক আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে বারইয়ারহাট মেডিকেল সেন্টার ও সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। একপর্যায়ে শারীরিক অবস্থার আরও অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ১২টায় তাহমিদ মারা যায়।

এ বিষয়ে জোরারগঞ্জ অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক বলেন, জুনিয়র-সিনিয়র দ্বন্ধে বিএনপির একই গ্রুপের দুপক্ষের মধ্যে সংঘর্ষে তাহমিদ নামে একজন নিহত হয়েছেন। তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ বাড়িতে নিয়ে আসা হবে। এই ঘটনায় থানায় মামলা দায়ের হয়নি।