চট্টগ্রামের মিরসরাইয়ে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি ও সংখ্যানুপাতিক(পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম জেলা পশ্চিম শাখার উদ্যোগে গণ সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকাল ৩ টায় মিরসরাই পৌর সদরে বিক্ষোভ সমাবেশ শেষে মিরসরাই সরকারী মডেল উচ্চ বিদ্যালয় হল রুমে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমাবেশে মহিউদ্দিন আকবর আলীর সভাপতিত্বে জসিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মো: ইমতিয়াজ আলম, বিশেষ অতিথি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) জান্নাতুল ইসলাম, জামায়াতে ইসলামী মিরসরাই থানা সভাপতি মাওলানা নুরুল কবির, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ( চট্টগ্রাম বিভাগ) তাজুল ইসলাম শাহীন, চট্টগ্রাম-১ মিরসরাই আসনের মনোনীত প্রার্থী এড.ফেরদৌস আহমদ চৌধুরী, চট্টগ্রাম-৩ আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক আমজাদ হোসাইন, অধ্যক্ষ দিদারুল মাওলাসহ প্রমুখ।
বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতি ছাড়া মানা হবেনা। জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। নতুন কোন ফ্যাসিস্ট সরকার জাতীর ঘাড়ে ছেপে ধরতে যাতে না পারে সে ব্যবস্থা করতে হবে। স্বাধীনতার গত ৫৪ বছরে যারাই ক্ষমতাসীন হয়েছে তারাই কোন না কোনভাবে স্বৈরনীতি অবলম্বন করেছে। ফলে এক দল ক্ষমতায় গেছে আর সব দল মিলে আন্দোলন সংগ্রাম করে তাদের বিদায় করতে হয়েছে।