চট্টগ্রাম 10:46 pm, Friday, 18 July 2025

মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে দুইজন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শনিবার (১৯ অক্টোবর) রাতে উপজেলার ১২ নং খৈইয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়া বাজার ও ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নের ঘরতাকিয়া ওমেরা গ্যাস ফ্যাক্টরি এলাকায় এই দুর্ঘটনায় ঘটে।

নিহতরা হলেন- খৈইয়াছড়া ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম (৪৫) ও দুর্গাপুর ইউনিয়নের হাজীশ্বরাই গ্রামের মোটরসাইকেল আরোহী ফুটন চৌধুরী (৩৫)। দিদার সৈদালী এলাকার এলাকার কাউমিঝি বাড়ির আবু তাহেরের ছেলে। পেশায় সে একজন পাইপ ফিটিংসের মিস্ত্রি। আহতরা হলেন মিরাজ উদ্দিন ও সাইফুল ইসলাম। তারা খৈইয়াছড়া ইউনিয়নের সৈদালী এলাকার বাসিন্দা।

খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৯টায় বড়তাকিয়া বাজারের দক্ষিণ পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী অংশে মাইক্রোবাসের সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে দিদারুল আলমসহ তিনজন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে তাকে বড়তাকিয়া বাজারের রেডিয়েন্স হাসপাতালে ভর্তি করায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দিদারুল আলমকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ (রোববার) সকাল ৮টায় তার মৃত্যু হয়। এদিকে শনিবার দিবাগত রাত ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ ইউনিয়নের ঘরতাকিয়া ওমেরা গ্যাস ফ্যাক্টরির সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় ফুটন চৌধুরী গুরুত্বর আহত হয়। পরবর্তীতে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোশাররফ হোসেন বলেন, শনিবার রাতে দিদারুল আলমসহ তিনজন একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে মাহফিলে যাওয়ার পথে মাইক্রোবাসের সাথে সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসে থাকা দিদারুল আলম গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আজ (রোববার) সকাল ৮টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আজ বিকেল আছরের নামাজের পর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। দিদারের বড়তাকিয়া বাজারের একটি ফলের দোকান রয়েছে এবং তিনি দুই সন্তানের জনক।

জোরাররগঞ্জ হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সোহেল সরকার বলেন, জোরারগঞ্জ ইউনিয়নের ঘরতাকিয়া ওমেরা গ্যাস ফ্যাক্টরির সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় ফুটন চৌধুরী নামে এক পাইপ ফিটিংসের মিস্ত্রি নিহত হয়েছে। পরিবারের লোকজন হাসপাতাল থেকে তার মরদেহ নিয়ে গেছে।

বড়তাকিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা দিদারুল আলম নিহতের বিষয়ে জানতে চাইলে কুমিরা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, বিষয়টি আমাদের জানা নেই। খোঁজ নিয়ে দেখছি ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সন্দ্বীপে রেজাউল করিমকে সংবর্ধনা ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান সম্পন্ন

মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

Update Time : 10:09:20 pm, Sunday, 20 October 2024

চট্টগ্রামের মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে দুইজন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শনিবার (১৯ অক্টোবর) রাতে উপজেলার ১২ নং খৈইয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়া বাজার ও ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নের ঘরতাকিয়া ওমেরা গ্যাস ফ্যাক্টরি এলাকায় এই দুর্ঘটনায় ঘটে।

নিহতরা হলেন- খৈইয়াছড়া ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম (৪৫) ও দুর্গাপুর ইউনিয়নের হাজীশ্বরাই গ্রামের মোটরসাইকেল আরোহী ফুটন চৌধুরী (৩৫)। দিদার সৈদালী এলাকার এলাকার কাউমিঝি বাড়ির আবু তাহেরের ছেলে। পেশায় সে একজন পাইপ ফিটিংসের মিস্ত্রি। আহতরা হলেন মিরাজ উদ্দিন ও সাইফুল ইসলাম। তারা খৈইয়াছড়া ইউনিয়নের সৈদালী এলাকার বাসিন্দা।

খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৯টায় বড়তাকিয়া বাজারের দক্ষিণ পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী অংশে মাইক্রোবাসের সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে দিদারুল আলমসহ তিনজন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে তাকে বড়তাকিয়া বাজারের রেডিয়েন্স হাসপাতালে ভর্তি করায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দিদারুল আলমকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ (রোববার) সকাল ৮টায় তার মৃত্যু হয়। এদিকে শনিবার দিবাগত রাত ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ ইউনিয়নের ঘরতাকিয়া ওমেরা গ্যাস ফ্যাক্টরির সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় ফুটন চৌধুরী গুরুত্বর আহত হয়। পরবর্তীতে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোশাররফ হোসেন বলেন, শনিবার রাতে দিদারুল আলমসহ তিনজন একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে মাহফিলে যাওয়ার পথে মাইক্রোবাসের সাথে সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসে থাকা দিদারুল আলম গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আজ (রোববার) সকাল ৮টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আজ বিকেল আছরের নামাজের পর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। দিদারের বড়তাকিয়া বাজারের একটি ফলের দোকান রয়েছে এবং তিনি দুই সন্তানের জনক।

জোরাররগঞ্জ হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সোহেল সরকার বলেন, জোরারগঞ্জ ইউনিয়নের ঘরতাকিয়া ওমেরা গ্যাস ফ্যাক্টরির সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় ফুটন চৌধুরী নামে এক পাইপ ফিটিংসের মিস্ত্রি নিহত হয়েছে। পরিবারের লোকজন হাসপাতাল থেকে তার মরদেহ নিয়ে গেছে।

বড়তাকিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা দিদারুল আলম নিহতের বিষয়ে জানতে চাইলে কুমিরা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, বিষয়টি আমাদের জানা নেই। খোঁজ নিয়ে দেখছি ।