চট্টগ্রাম 10:59 am, Wednesday, 2 July 2025

মিরসরাইয়ে প্রবাসীর বাড়িতে সন্ত্রাসী হামলা, লুটপাট ও হত্যা চেষ্টার অভিযোগ

চট্টগ্রামের মিরসরাইয়ে এক প্রবাসীর কাছে চাঁদা না পেয়ে তার বাড়িতে সন্ত্রাসী হামলা লুটপাট হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। সশস্র হামলার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ইতিমধ্যে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১১ টায় বড়তাকিয়া মক্কা হোটেলে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন ভুক্তভোগী সোলেমানের স্ত্রী ফাহিমা আক্তার লিমা, মা বিবি ফাতেমা, ননদ সাজেদা বেগম হামলার ঘটনায় আহত ভুক্তভোগী প্রবাসীর পরিবারের সদস্যরা ৯৯৯ এর সাহায্যে পুলিশি সহায়তায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে সেখানেও সন্ত্রাসী হামলার শিকার হওয়ার অভিযোগ রয়েছে । আহতরা প্রথমিক চিকিৎসা শেষে সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিতে গেলে থানায় প্রবেশ করতে দেয়া হয়নি। উল্টো প্রবাসী সোলেমান ও তার পরিবারের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে বাধ্য হয়ে পরবর্তীতে প্রবাসী পরিবারের পক্ষ থেকে চট্টগ্রাম আদালতে স্থানীয় ৪ সন্ত্রাসীর নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে ।

মামলা করার পর থেকে প্রবাসীর পরিবারের লোকজন বাড়ি ছাড়া হয়ে মানবেতর জীবন-যাপন করছেন। তারা সন্ত্রাসীদের ভয়ে নিজ বাড়িতে যেতে পারছেন না। উপায় না পেয়ে চট্টগ্রাম আদালতে প্রবাসীর শ্বশুর সিরাজুল হক বাদি হয়ে একটি ফৌজদারি মামলা দায়ের করেন, মামলার বিবরণে দেখা যায়, গত ২ ডিসেম্বর সকালে মিরসরাই পৌরসভার ৪ নং ওয়ার্ড প্রাণী সম্পদ কার্যালয় সংলগ্ন সোলেমান ম্যানশনের মালিক প্রবাসী সোলেমানের কাছে স্থানীয় ৪ সন্ত্রাসী প্রথমে ২০ লাখ টাকা পরবর্তীতে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নির্মাণাধীন বাড়ির পার্কিং গ্যারেজের দেয়ালের গাঁথুনি ভেঙে ফেলে তুহিন, ফরিদ গং।

এসময় নির্মাণাধীন শ্রমিকদের সাথে ৪ জনের হাতাহাতির ঘটনা ঘটে। হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে তুহিনের ভাই ফরিদ ধারালো ছুরি দিয়ে প্রবাসী পরিবারের উপর হামলা চালায় । এতে প্রবাসী সোলেমানের শাশুড়ি বিবি ফাতেমা (৫৫) শশুর সিরাজুল হক (৫৮) এবং তার শেলক আলী আকবর (৩৫) সহ সন্ত্রাসী তুহিন গুরুতর আহত হওয়ার অভিযোগ করা হয়। আহতদের মিরসরাই থানা পুলিশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিতে গেলে সেখানেও ২০ থেকে ২৫ জন সন্ত্রাসী আহত প্রবাসী পরিবারের সদস্যদের উপর পুনরায় হামলা চালায় ও তাদের অপহরণের চেষ্টা করে।

অভিযুক্ত তুহিন মিরসরাই পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। দুটি হত্যা মামলাসহ অসংখ্য অপরাধের মামলার আসামি সন্ত্রাসী ফরিদ তার ছোট ভাই। চাঁদাবাজি ও হামলার ঘটনায় মিরসরাই পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরহাদ হোসেন তুহিন জানায়, জমির মালিকানা সংক্রান্ত সাবেক এমপি জিন্নাহ এর সাথে তাদের মামলা রয়েছে। বিরোধপূর্ণ এলাকায় সোলেমান কাজ করছিল। কাজে বাঁধা দিতেই তার লোকজন হামলা করে।

এতে আমার বাম হাতের ৩ স্থানে ভেঙে গেছে। হামলার ঘটনায় প্রবাসী সোলেমানের বিরুদ্ধে মিরসরাই থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। মিরসরাই থানা অফিসার ইনচার্জ (ওসি) বলেন, আমি নতুন যোগদান করেছি। আমি অবগত নই। সঠিক তথ্য পেলে আইনি ব্যবস্থা নিবো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মিরসরাইয়ে প্রবাসীর বাড়িতে সন্ত্রাসী হামলা, লুটপাট ও হত্যা চেষ্টার অভিযোগ

Update Time : 09:34:50 pm, Tuesday, 17 December 2024

চট্টগ্রামের মিরসরাইয়ে এক প্রবাসীর কাছে চাঁদা না পেয়ে তার বাড়িতে সন্ত্রাসী হামলা লুটপাট হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। সশস্র হামলার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ইতিমধ্যে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১১ টায় বড়তাকিয়া মক্কা হোটেলে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন ভুক্তভোগী সোলেমানের স্ত্রী ফাহিমা আক্তার লিমা, মা বিবি ফাতেমা, ননদ সাজেদা বেগম হামলার ঘটনায় আহত ভুক্তভোগী প্রবাসীর পরিবারের সদস্যরা ৯৯৯ এর সাহায্যে পুলিশি সহায়তায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে সেখানেও সন্ত্রাসী হামলার শিকার হওয়ার অভিযোগ রয়েছে । আহতরা প্রথমিক চিকিৎসা শেষে সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিতে গেলে থানায় প্রবেশ করতে দেয়া হয়নি। উল্টো প্রবাসী সোলেমান ও তার পরিবারের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে বাধ্য হয়ে পরবর্তীতে প্রবাসী পরিবারের পক্ষ থেকে চট্টগ্রাম আদালতে স্থানীয় ৪ সন্ত্রাসীর নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে ।

মামলা করার পর থেকে প্রবাসীর পরিবারের লোকজন বাড়ি ছাড়া হয়ে মানবেতর জীবন-যাপন করছেন। তারা সন্ত্রাসীদের ভয়ে নিজ বাড়িতে যেতে পারছেন না। উপায় না পেয়ে চট্টগ্রাম আদালতে প্রবাসীর শ্বশুর সিরাজুল হক বাদি হয়ে একটি ফৌজদারি মামলা দায়ের করেন, মামলার বিবরণে দেখা যায়, গত ২ ডিসেম্বর সকালে মিরসরাই পৌরসভার ৪ নং ওয়ার্ড প্রাণী সম্পদ কার্যালয় সংলগ্ন সোলেমান ম্যানশনের মালিক প্রবাসী সোলেমানের কাছে স্থানীয় ৪ সন্ত্রাসী প্রথমে ২০ লাখ টাকা পরবর্তীতে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নির্মাণাধীন বাড়ির পার্কিং গ্যারেজের দেয়ালের গাঁথুনি ভেঙে ফেলে তুহিন, ফরিদ গং।

এসময় নির্মাণাধীন শ্রমিকদের সাথে ৪ জনের হাতাহাতির ঘটনা ঘটে। হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে তুহিনের ভাই ফরিদ ধারালো ছুরি দিয়ে প্রবাসী পরিবারের উপর হামলা চালায় । এতে প্রবাসী সোলেমানের শাশুড়ি বিবি ফাতেমা (৫৫) শশুর সিরাজুল হক (৫৮) এবং তার শেলক আলী আকবর (৩৫) সহ সন্ত্রাসী তুহিন গুরুতর আহত হওয়ার অভিযোগ করা হয়। আহতদের মিরসরাই থানা পুলিশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিতে গেলে সেখানেও ২০ থেকে ২৫ জন সন্ত্রাসী আহত প্রবাসী পরিবারের সদস্যদের উপর পুনরায় হামলা চালায় ও তাদের অপহরণের চেষ্টা করে।

অভিযুক্ত তুহিন মিরসরাই পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। দুটি হত্যা মামলাসহ অসংখ্য অপরাধের মামলার আসামি সন্ত্রাসী ফরিদ তার ছোট ভাই। চাঁদাবাজি ও হামলার ঘটনায় মিরসরাই পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরহাদ হোসেন তুহিন জানায়, জমির মালিকানা সংক্রান্ত সাবেক এমপি জিন্নাহ এর সাথে তাদের মামলা রয়েছে। বিরোধপূর্ণ এলাকায় সোলেমান কাজ করছিল। কাজে বাঁধা দিতেই তার লোকজন হামলা করে।

এতে আমার বাম হাতের ৩ স্থানে ভেঙে গেছে। হামলার ঘটনায় প্রবাসী সোলেমানের বিরুদ্ধে মিরসরাই থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। মিরসরাই থানা অফিসার ইনচার্জ (ওসি) বলেন, আমি নতুন যোগদান করেছি। আমি অবগত নই। সঠিক তথ্য পেলে আইনি ব্যবস্থা নিবো।