চট্টগ্রামের মিরসরাইয়ে ১৯১ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ আগষ্ট) সকাল ১০ টায় মিরসরাই উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সমন্বয় সভা শিক্ষক আবুল হোসনের সঞ্চালনায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার একেএম ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া আক্তার।
বিশেষ অতিথি ছিলেন সহকারি শিক্ষা অফিসার রেজাউল করিম ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মাঈনুদ্দিন।বক্তারা বলেন, আধুনিক শিক্ষা ব্যবস্থায় প্রহার নিষেধ। আদব কায়দা শিক্ষা দেয়া লাঞ্ছিত না করা। ক্লাসে মোবাইল ব্যবহার না করতে শিক্ষকদের নির্দেশনা দেন। জুলাইকে ধারণ করে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন আদর্শ ছাত্র গড়ে তোলা হাতের লেখা সুন্দর করা শিশুদের স্বপ্ন দেখানো উপর গণিতের উপর গুরুত্বারোপ করেন।