মিরসরাইয়ের ব্যতিক্রমী ও গবেষণামূলক ব্যবসাবান্ধব স্বেচ্ছাসেবী সংগঠন ফেভরিট ফ্রেন্ডস বিজনেস এন্ড ওয়েলফেয়ার ফান্ডের বার্ষিক সদস্য সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে৷
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে মিরসরাই পৌর সদরে অবস্থিত ওন্ডারল্যান্ড মডেল সিটি মিলনায়তনে সংগঠনের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সদস্য সমাবেশ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে৷
আয়োজিত সমাবেশে ফ্রেন্ডস বিজনেস এন্ড ওয়েলফেয়ার ফান্ডের সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং ধুম ইউনিয়নের প্রতিনিধি মুহাম্মদ দিদারুল আলম ও আবুল কালামের সঞ্চালনায় প্রধান আলোচক হিসবে সংগঠনের ব্যপ্তি ও কার্যক্রম সম্পর্কিত আলোচনা করেন প্রধান উপদেষ্টা খাইরুল ইসলাম ভূঁইয়া৷
এসময় বক্তব্য রাখেন, সংগঠনের সহসভাপতি এম এম নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক ফজলুল মুরাদ, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী, অর্থ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, নিরীক্ষণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভূঁইয়া, বারইয়ারহাট পৌরসভা প্রতিনিধি মেছবাহ উদ্দিন খন্দকার,মিরসরাই পৌরসভা প্রতিনিধি নজরুল ইসলাম মামুনসহ বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিরা৷
এসময় সদস্যদের সামনে বার্ষিক প্রতিবেদন পেশ করা হয়৷ এছাড়া আজ শনিবার (২৪ জানুয়ারি) বার্ষিক সদস্য পুনর্মিলনী ও মেজবানের আয়োজন করা হয়েছে৷
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 


















