মিরসরাই এর অন্যতম সামাজিক সংগঠন ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংক মিরসরাই এর উদ্যোগে জনার্দ্দনপুর উচ্চ বিদ্যালয় এ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন।
বুধবার (১৩ আগস্ট) সকালে রক্তের গ্রুপের নির্ণয় কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রায় ৫০০ শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সফলভাবে ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।
এ সময় উপস্তিত ছিলেন সংগঠন এর উপদেষ্টা মন্ডলীর সদস্য, আনিসুল হক শিমুল ও অসোক কুমার রায় এ ছাড়া আরো উপস্থিত ছিলেন সংগঠক- গোলাম মুর্তজা,শাহিন চৌধুরী,এনামুল হক সোহাগ, আব্দুল গফুর এবং পুলিশ সদস্য ফখরুল সহ ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংক মিরসরাই এর সদস্য মেহেদী হাসানইমন, জিয়া উদ্দিন বাবলু,আরিফুল ইসলাম ইমন, আলী আজগর, আলী আকবর বাচ্চু, নাজিম উদ্দীন লিমন, মেহেদী হাসান মোহন,সাকিব, আবদুল্লাহ, আবদুল্লাহ আল নোমান, ফাহিম,শাকিল,রিয়াজ প্রমুখ।
অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক – মো: শাহাজাহান চৌধুরী খোকা বলেন- রক্তের গ্রুপ সংক্রান্ত তথ্য শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি জরুরি পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।