মিরসরাইয়ে বন্যা কবলিত এলাকায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জননেতা আসলাম চৌধুরীর নির্দেশনায় কেন্দ্রীয় কৃষক দলের কর্মসূচির অংশ হিসেবে পাঁচ শত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন সীতাকুণ্ড উপজেলা কৃষক দল।
আজ ২৭ আগস্ট মঙ্গলবার সকাল দশটায় বারৈয়ারহাট পৌরসভার ১ নং ওয়ার্ডে ত্রাণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ত্রাণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদরুল, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান চেয়ারম্যান, বারইয়ারহাট পৌরসভার বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী, সীতাকুণ্ড উপজেলার কৃষকদলের ভারপ্রাপ্ত সভাপতি মোজাম্মেল হক সমীর, সাধারণ সম্পাদক মহিউদ্দিন, বারৈয়ারঢালা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আব্দুল হামিদ লিটন, বারইয়াহাট পৌর কৃষক দলের আহ্বায়ক মোঃ শামস উদ্দিন, কৃষক দলের নেতা মোঃ বেলাল ,মোহাম্মদ কায়সার কৃষক নেতা মোঃ জাবেদ, ওসি উদ্দিন নাসির উদ্দিন সহ নেতৃবৃন্দ।
প্রতি প্যাকেট ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, দুধ, আলু, পেঁয়াজ এবং শিশু খাদ্য।