চট্টগ্রামের মিরসরাইয়ে বসতবাড়ি ও জমি সংক্রান্ত বিরোধের জেরে এক নারীর পরিবারের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। এতে গুরুতর আহত হয়েছেন অন্তত তিনজন। ভুক্তভোগী ছকিনা বেগম মঙ্গলবার (১ জুলাই) বড়তাকিয়া বাজারের মক্কা হোটেলে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
ছকিনা জানান, সোমবার (৩০ জুন) সকালে বোরকা পরা এক নারী পানি চাইতে দরজায় আসেন। তিনি পানি দিতে এগিয়ে গেলে ওই নারীর সঙ্গে থাকা ২০–৩০ জন সশস্ত্র ব্যক্তি হঠাৎ করে বাড়িতে ঢুকে হামলা চালায়।
ঘটনার পরপরই জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ কল দিলে মিরসরাই থানা থেকে তিনজন পুলিশ ঘটনাস্থলে পৌঁছান। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে অতিরিক্ত পুলিশ এসে হামলাকারীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে।
ছকিনার অভিযোগ, হামলার নেতৃত্ব দেন বোরকাপরা ওই নারী খালেদা বেগম। তাঁর সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে একটি মামলাও চলমান (নম্বর: ২৩৬/২০২৩)। তাঁর দাবি, মামলায় পরাজয়ের আশঙ্কায় খালেদা বেগম ভাড়াটে লোক দিয়ে পরিকল্পিতভাবে এ হামলা চালান।
হামলায় গুরুতর আহত হন ছকিনার স্বামী নজরুল ইসলাম। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ছকিনা ও তাঁর মেয়ে নাছরিন আক্তার তামান্না আহত হন।
অন্যদিকে অভিযোগ অস্বীকার করে খালেদা বেগম বলেন, “২০০৭ সালে আমি ওই জমি কিনে বাড়ি নির্মাণ করি। পরে ভাড়া দিই ছকিনা বেগমকে। এখন তিনি বাসা ছাড়ছেন না, বরং আমাদের প্রাণনাশের হুমকি দিচ্ছেন।” খালেদা দাবি করেন, পৌর আদালতে তাঁর পক্ষে রায় এসেছে, তবুও প্রতিপক্ষ উল্টো তাদের ওপর হামলা চালিয়েছে।