চট্টগ্রাম উত্তর জেলা বনবিভাগের আওতাধীন করেরহাট রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চলের বিভিন্ন খাল ও পাহাড় থেকে অবৈধ বালু উত্তোলন করছে একটি চক্র। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে ফরেস্ট অফিস গেইটে ১৭ টি বালুভর্তি অবৈধ ড্রাম ট্রাক জব্দ করে বনবিভাগ। জব্দকৃত ১৭ টি ড্রাম ট্রাকে ৩৪০০ সেফটি বালু রয়েছে যার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা।
করেরহাট রেঞ্জের সহকারী বন সংরক্ষক হারুন অর রশিদ জানান, করেরহাট রেঞ্জের আওতাধীন সংরক্ষিত এলাকায় অবৈধ বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ১৭টি ট্রাক জব্দ করেছি। তারা যথাযথ কাগজপত্র দেখাতে না পারায় আমরা এগুলো জব্দ করি। অবৈধ বালু সরবরাহ করায় বন আইনে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে এবং আমাদের অভিযান অব্যাহত থাকবে।
চট্টগ্রাম উত্তর জেলা বনবিভাগের বিভাগীয় বন সংরক্ষক এস এম কায়চার জানান, সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ বালু উত্তোলনে আমরা জিরো টলারেন্স। বিভিন্ন খাল ও পাহাড় থেকে অবৈধ বালু উত্তোলন করে বিক্রি করতেছে একটি চক্র। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।