চট্টগ্রাম 11:34 pm, Friday, 8 August 2025

মিরসরাইয়ে বিএনপি’র উদ্যোগে দুর্গাপূজা উপলক্ষ্যে আলোচনা ও উপহার বিতরণ

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গাপূজায় দুস্থ হিন্দু পরিবারকে উপহার সামগ্রী দিয়ে পাশে দাঁড়ালেন বিএনপি নেতারা। বুধবার (৯ অক্টোবর) ববিকালে মিরসরাই কেন্দ্রীয় কালিবাড়ি প্রাঙ্গণে পৌর এলাকার দেড় শতাধিক পরিবারকে শাড়ি-লুঙ্গী উপহার দেন তারা।

এসময় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন বলেন, ‘আমরা ধর্ম নিয়ে রাজনীতি করতে আসিনি। আমরা আপনাদের সাথে পূজার আনন্দ ভাগাভাগি করতে এসেছি। আপনাদের পাসপোর্ট আর আমাদের পাসপোর্ট একই। আমাদের রক্ত আপনাদের রক্তের রঙ একই। আমাদের আপনাদের পরিচয় হচ্ছে আমরা সবাই বাংলাদেশী।’

বিশেষ অতিথির বক্তব্যে উত্তর জেলা বিএনপির নির্বাহী সদস্য আব্দুল আউয়াল চৌধুরী বলেন, ‘আপনারা নির্ভয়ে আপনাদের উৎসব পালন করুন। জাতীয়তাবাদী দলের সকলস্তরের নেতাকর্মীরা আপনাদের সাথে আছে। আগামীতেও থাকবে।’

উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, ‘মূলত এ উৎসব আজকে থেকে নয়, এটি শুরু হয়েছে ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে। দেশের মানুষ বিগত ১৭ বছর স্বাধীনভাবে কোন উৎসব করতে পারেনি। চরম জিম্মি দশার মধ্যে কেটেছে এদেশের মানুষের জীবন।’

মিরসরাই পৌরসভা বিএনপির উদ্যোগে ও কেন্দ্রীয় কালিবাড়ি মন্দির কর্তৃপক্ষের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে মন্দির কমিটির সাধারণ সম্পাদক জহল্লাল অভির সঞ্চালনায় ও সভাপতি সুদর্শন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির নির্বাহী সদস্য আব্দুল আউয়াল চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজের নবনিযুক্ত সভাপতি অধ্যাপক আতিকুল ইসলাম লতিফি, মিরসরাই পৌর বিএনপির আহ্বায়ক মো. মহিউদ্দিন, যুগ্ম আহবায়ক কামরুল হাসান লিটন।

প্রসঙ্গত, শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তাকে কেন্দ্র করে মিরসরাই বিএনপি গত কয়েকদিন ধরে এখানকার ৯০টি মন্ডপে জাতীয়তাবাদী দলের পক্ষে পৃথক পৃথক স্বেচ্ছাসেবক কমিটি করে। তারা আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সার্বিক নিরাপত্তায় কাজ করবে বলেও জানিয়েছেন স্থানীয় বিএনপির শীর্ষ নেতারা। নেতৃবৃন্দ পূজার শেষ সময় পর্যন্ত হিন্দুদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

“নবদিগন্ত মিরসরাই”র কার্যকরী কমিটি গঠিত

মিরসরাইয়ে বিএনপি’র উদ্যোগে দুর্গাপূজা উপলক্ষ্যে আলোচনা ও উপহার বিতরণ

Update Time : 04:24:52 pm, Thursday, 10 October 2024

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গাপূজায় দুস্থ হিন্দু পরিবারকে উপহার সামগ্রী দিয়ে পাশে দাঁড়ালেন বিএনপি নেতারা। বুধবার (৯ অক্টোবর) ববিকালে মিরসরাই কেন্দ্রীয় কালিবাড়ি প্রাঙ্গণে পৌর এলাকার দেড় শতাধিক পরিবারকে শাড়ি-লুঙ্গী উপহার দেন তারা।

এসময় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন বলেন, ‘আমরা ধর্ম নিয়ে রাজনীতি করতে আসিনি। আমরা আপনাদের সাথে পূজার আনন্দ ভাগাভাগি করতে এসেছি। আপনাদের পাসপোর্ট আর আমাদের পাসপোর্ট একই। আমাদের রক্ত আপনাদের রক্তের রঙ একই। আমাদের আপনাদের পরিচয় হচ্ছে আমরা সবাই বাংলাদেশী।’

বিশেষ অতিথির বক্তব্যে উত্তর জেলা বিএনপির নির্বাহী সদস্য আব্দুল আউয়াল চৌধুরী বলেন, ‘আপনারা নির্ভয়ে আপনাদের উৎসব পালন করুন। জাতীয়তাবাদী দলের সকলস্তরের নেতাকর্মীরা আপনাদের সাথে আছে। আগামীতেও থাকবে।’

উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, ‘মূলত এ উৎসব আজকে থেকে নয়, এটি শুরু হয়েছে ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে। দেশের মানুষ বিগত ১৭ বছর স্বাধীনভাবে কোন উৎসব করতে পারেনি। চরম জিম্মি দশার মধ্যে কেটেছে এদেশের মানুষের জীবন।’

মিরসরাই পৌরসভা বিএনপির উদ্যোগে ও কেন্দ্রীয় কালিবাড়ি মন্দির কর্তৃপক্ষের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে মন্দির কমিটির সাধারণ সম্পাদক জহল্লাল অভির সঞ্চালনায় ও সভাপতি সুদর্শন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির নির্বাহী সদস্য আব্দুল আউয়াল চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজের নবনিযুক্ত সভাপতি অধ্যাপক আতিকুল ইসলাম লতিফি, মিরসরাই পৌর বিএনপির আহ্বায়ক মো. মহিউদ্দিন, যুগ্ম আহবায়ক কামরুল হাসান লিটন।

প্রসঙ্গত, শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তাকে কেন্দ্র করে মিরসরাই বিএনপি গত কয়েকদিন ধরে এখানকার ৯০টি মন্ডপে জাতীয়তাবাদী দলের পক্ষে পৃথক পৃথক স্বেচ্ছাসেবক কমিটি করে। তারা আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সার্বিক নিরাপত্তায় কাজ করবে বলেও জানিয়েছেন স্থানীয় বিএনপির শীর্ষ নেতারা। নেতৃবৃন্দ পূজার শেষ সময় পর্যন্ত হিন্দুদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।