চট্টগ্রামের মিরসরাই পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল।
শুক্রবার ( ২৫ জুলাই) বিকাল ৩ টায় মিরসরাই পাইলট স্কুল মিলনায়তনে মিরসরাই পৌর বিএনপির আহ্বায়ক জামসেদ আলম কমিশনারের সভাপতিত্বে পৌর বিএনপির সদস্য সচিব কামরুল হাসান লিটনের সঞ্চালনায় উক্ত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সাবেক আহবায়ক অধ্যক্ষ আতিকুল ইসলাম লতিফী, বারিয়ারহাট পৌর বিএনপির আহবায়ক মাঈন উদ্দিন লিটন, মিরসরাই পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শেখ মো: জসিম উদ্দিন ও ইকবাল হোসেন, উপজেলা বিএনপির সদস্য দিদারুল আলম চৌধুরী, এম এ মামুন, ছাত্র দলের চট্টগ্রাম উত্তর জেলা সাংগঠনিক সম্পাদক সালা উদ্দিন কাদের, পৌরসভা ছাত্র দলের আহবায়ক হোসাইন মামুনসহ প্রমুখ।
বক্তারা বলেন, দেশ সংকট কাল অতিক্রম করছে। অপ্রত্যাশিত মাইলস্টোন স্কুল এন্ড কলেজের নিহতদের আত্মার মাগফেরাত ও বেগম খালেদা জিয়ার জন্য সুস্থতা কামনা করছি যাতে বেগম জিয়া ফেব্রুয়ারী নির্বাচনে অংশগ্রহন করে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হতে পারে। দেশবাসীকে সর্তক থাকতে হবে সৈরাচার ফ্যাসিস্টদের দোসররা যাতে মাথা তুলতে না পারে।