চট্টগ্রাম 8:20 pm, Saturday, 9 August 2025

মিরসরাইয়ে বিএনপি নেতা ইশরাকের গাড়ি বহরে হামলায় সাবেক মন্ত্রী এমপিসহ ৬২৬ জনের নামে মামলা

মিরসরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা মহানগরের দক্ষিণের নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গাড়ি বহরের হামলার ঘটনায় ১২৬ জন এজাহারনামী ও অজ্ঞাত ৪০০-৫০০ জনে নামে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে ফেনী সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন চৌধুরী বাদী হয়ে মিরসরাই থানায় (মামলা নং-১৮) দায়ের করেন।

মামলায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক সাংসদ, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, তাঁর ছেলে সাবেক চট্টগ্রাম -১ আসনের সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেল, সাবেক উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, এনায়েত হোসেন নয়ন ও সাবেক মেয়র মো. গিয়াস উদ্দিনকে হুকুমের আসামী করা হয়েছে।

এছাড়া কেন্দ্রীয় যুবলীগের সদস্য নিয়াজ মোর্শেদ এলিট, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এরাদুল হক নিজামী ভুট্টো, বারইয়ারহাট পৌরসভার সাবেক মেয়র মো. রেজাউল করিম খোকন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আশরাফুল কামাল মিঠু, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপুসহ ১২৬ জন এজাহারনামীয় ও অজ্ঞাত ৪০০/৫০০ জনকে আসামি করা হয়।

মামলার এজহারে উল্লেখ করা হয়, বিগত ২০২২ সালের ১২ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ঢাকা মহানগরের দক্ষিণের সদস্য ইশরাক হোসেন পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে বিভাগীয় গণসমাবেশে যাওয়ার পথে মিরসরাই পৌর সদরে পৌঁছালে রামদা, দেশী/বেদেশী অস্ত্র-শস্ত্র নিয়ে এবং ককটেল বোমা ফাটিয়ে ত্রাসের রাজত্ব সৃষ্টি করে এবং নেতাকর্মীদের রক্তাত্ব জখম করে।

পরবর্তীতে কিছুদূর এগিয়ে যাওয়ার পর আসামিরা আবারও গাড়ি বহরে হামলা করে ৩০টি গাড়ি ভাংচুর প্রায় ১ কোটি ৫০ লক্ষাধিক টাকার ক্ষতি এবং বিভিন্নজনের পকেটে থাকা ১০ লক্ষ টাকা চুরি করে নিয়ে যায়। তারা যাওয়ার সময় বলে যায় বিএনপির সমাবেশে গেলে লাশ গুম করার হুমকি দেয়।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল কাদের বলেন, ২০২২ সালের ১২ অক্টোবর চট্টগ্রাম শহরে দলের গণসমাবেশে যাওয়ার পথে ইশরাকের গাড়ি বহরে হামলা, ভাংচুর, লুটের ঘটনায় শাহাদাত হোসেন বাদি হয়ে ১২৬ জনের নাম উল্লেখ করে ৪০০-৫০০ জনকে অজ্ঞাত করে একটি মামলা দায়ের করেছেন। মামলায় এজারহানামীয় আসামীদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ডে তারেক জিয়াকে কুটুক্তিকারী ফোরকান আবুর পাশে বিএনপির আহবায়ক, সমালোচনার ঝড়

মিরসরাইয়ে বিএনপি নেতা ইশরাকের গাড়ি বহরে হামলায় সাবেক মন্ত্রী এমপিসহ ৬২৬ জনের নামে মামলা

Update Time : 06:19:24 pm, Saturday, 26 October 2024

মিরসরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা মহানগরের দক্ষিণের নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গাড়ি বহরের হামলার ঘটনায় ১২৬ জন এজাহারনামী ও অজ্ঞাত ৪০০-৫০০ জনে নামে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে ফেনী সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন চৌধুরী বাদী হয়ে মিরসরাই থানায় (মামলা নং-১৮) দায়ের করেন।

মামলায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক সাংসদ, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, তাঁর ছেলে সাবেক চট্টগ্রাম -১ আসনের সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেল, সাবেক উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, এনায়েত হোসেন নয়ন ও সাবেক মেয়র মো. গিয়াস উদ্দিনকে হুকুমের আসামী করা হয়েছে।

এছাড়া কেন্দ্রীয় যুবলীগের সদস্য নিয়াজ মোর্শেদ এলিট, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এরাদুল হক নিজামী ভুট্টো, বারইয়ারহাট পৌরসভার সাবেক মেয়র মো. রেজাউল করিম খোকন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আশরাফুল কামাল মিঠু, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপুসহ ১২৬ জন এজাহারনামীয় ও অজ্ঞাত ৪০০/৫০০ জনকে আসামি করা হয়।

মামলার এজহারে উল্লেখ করা হয়, বিগত ২০২২ সালের ১২ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ঢাকা মহানগরের দক্ষিণের সদস্য ইশরাক হোসেন পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে বিভাগীয় গণসমাবেশে যাওয়ার পথে মিরসরাই পৌর সদরে পৌঁছালে রামদা, দেশী/বেদেশী অস্ত্র-শস্ত্র নিয়ে এবং ককটেল বোমা ফাটিয়ে ত্রাসের রাজত্ব সৃষ্টি করে এবং নেতাকর্মীদের রক্তাত্ব জখম করে।

পরবর্তীতে কিছুদূর এগিয়ে যাওয়ার পর আসামিরা আবারও গাড়ি বহরে হামলা করে ৩০টি গাড়ি ভাংচুর প্রায় ১ কোটি ৫০ লক্ষাধিক টাকার ক্ষতি এবং বিভিন্নজনের পকেটে থাকা ১০ লক্ষ টাকা চুরি করে নিয়ে যায়। তারা যাওয়ার সময় বলে যায় বিএনপির সমাবেশে গেলে লাশ গুম করার হুমকি দেয়।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল কাদের বলেন, ২০২২ সালের ১২ অক্টোবর চট্টগ্রাম শহরে দলের গণসমাবেশে যাওয়ার পথে ইশরাকের গাড়ি বহরে হামলা, ভাংচুর, লুটের ঘটনায় শাহাদাত হোসেন বাদি হয়ে ১২৬ জনের নাম উল্লেখ করে ৪০০-৫০০ জনকে অজ্ঞাত করে একটি মামলা দায়ের করেছেন। মামলায় এজারহানামীয় আসামীদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে