চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাটে বিএনপি নেতা ও কাঠ ব্যবসায়ী কবির আহম্মদ সওদাগর হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। মঙ্গলবার রাতে র্যাব-৭ ও ১ এর যৌথ অভিযানে ঢাকার হাজারীবাগ থানাধীন ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল এন্ড কলেজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে বুধবার সকালে গ্রেপ্তারকৃতদের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানায় হস্তান্তর করে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন এজাহারভুক্ত আসামী ২ নং হিঙ্গুলী ইউনিয়নের কদমতলা এলাকার কামাল উদ্দিন (৩২) ও পশ্চিম হিঙ্গুলী গ্রামের সাঈদ (৩০)।
জানা গেছে, গত ১০ অক্টোবর সন্ধ্যায় বারইয়ারহাটস্থ তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে খুন হন কাঠ ব্যবসায়ী ও হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি কবির আহম্মদ সওদাগর। মূলত পাওনা টাকা চাওয়ায় তাকে খুন করে গ্রেপ্তারকৃতরা। পরে নিহতের ছেলে দিদারুল আলম বাদি হয়ে জোরারগঞ্জ থানা একটি হত্যা মামলা দায়ের করেন।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ টি এম সিফাতুল মাজদার বলেন, বুধবার সকালে কবির আহম্মদ সওদাগর হত্যা মামলার দুই আসামি কামাল উদ্দিন ও সাঈদকে জোরারগঞ্জ থানায় হস্তান্তর করেছে। আমরা গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠিয়েছি।