চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএমের গাড়ীর ধাক্কায় মারাত্মকভাবে আহত হয়েছেন মিরসরাই উপজেলা প্রেসক্লাবের দফতর সম্পাদক ও দৈনিক জনতা’র মিরসরাই প্রতিনিধি আব্দুল মান্নান রানা। সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় মিরসরাই পৌর বাজারে রাস্তা পার হওয়ার সময় বিএসআরএম এর স্ক্রাপবাহী ড্রাম ট্রাক তাকে চাপা দেয়। এসময় তার দুই পা থেঁতলে গিয়ে সড়কে পড়ে যায়।
তাকে মিরসরাই সেবা আধুনিক হাসপাতালের প্রাথমিক চিকিৎসা শেষে থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আহত ব্যক্তি ডিভাইডারের ফাঁক দিয়ে রাস্তা পার হওয়ার জন্য ডিভাইডার ঘেঁষে দাঁড়ালে ড্রাম ট্রাকটি তাকে ইচ্ছাকৃতভাবে চাপা দেয়। অথচ পুরো রাস্তা ছিল ফাঁকা। তারপরও ড্রাম ট্রাকের এমন দূর্ঘটনা রহস্যজনক বলে জানান তারা।
মিরসরাইয়ে অবস্থিত বিএসআরএম প্রতিষ্ঠানের এডমিন দেলোয়ার হোসেন মোল্লা জানান, আমরা দূর্ঘটনার বিষয়টি সম্পর্কে জেনেছি। মূলত আমাদের এসব স্ক্রাপবাহী গাড়ি থার্ড পার্টি দ্বারা পরিচালিত হয়। তারপরও আমরা পরিবারের পাশে আছি এবং পরিবারের সাথে যোগাযোগ করেছি। আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করব।
জোরারগঞ্জ হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মোঃ জাকারিয়া বলেন, আমরা অবৈধ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছি। যদি সুনির্দিষ্ট অভিযোগ পাই তাহলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 


















