সাফল্যের পথচলার এক দশক পেরিয়ে, ১১ বছরে “বিজয় টিভি”এ উপলক্ষে ৩১ মে বুধবার সকাল ১১ টায় মিরসরাই উপজেলা প্রেসক্লাবে কেক কাটা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিজয় টিভি মিরসরাই উপজেলা প্রতিনিধি রাজু কুমার দে এর সঞ্চালনায়, মিরসরাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি বাবু বিপুল দাশের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা মাহফুজা জেরিন , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিজানুর রহমান,
আরো উপস্থিত ছিলেন মোহনা টিভি মিরসরাই প্রতিনিধি কামরুল হোসেন, বাংলা টিভি মিরসরাই প্রতিনিধি দিদারুল ইসলাম, দৈনিক মানব জমিন এর মিরসরাই প্রতিনিধি আনোয়ারুল হক নিজামী, দৈনিক প্রথম আলো এর মিরসরাই প্রতিনিধি ইকবাল হোসেন, দৈনিক জনকন্ঠ এর মিরসরাই প্রতিনিধি রাজিব মজুমদার, দৈনিক ইনকিলাব ও ইনফো বাংলা এর মীরসরাই প্রতিনিধি ইমাম হোসেন, দৈনিক বাংলাদেশ সমাচার এর মিরসরাই প্রতিনিধি কমল পাটোয়ারী .দৈনিক জনতা এর মিরসরাই প্রতিনিধি আবদুল মান্নান রানা, দৈনিক লাল সবুজ বাংলাদেশ এর মিরসরাই প্রতিনিধি কামরুল হাসান, দৈনিক ভোরের ডাক এর মিরসরাই প্রতিনিধি এমদাদুল হক ভূঁইয়া, দৈনিক বায়ান্ন এর মিরসরাই প্রতিনিধি জুয়েল নাগ,, সাংবাদিক বখতিয়ার চৌধুরী সহ আরো সাংবাদিক নেতৃবৃন্দ।
অতিথিরা বিজয় টিভি’র কে শুভেচ্ছা জানান এবং সাফল্য কামনা করেন। এরপর অতিথিরা কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করেন। অনুষ্ঠানে অতিথিরা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের মনে জায়গা করে নিয়েছে বিজয় টিভি। দ্রুততময়ের মধ্যে সংবাদ সরবরাহ করতে গিয়ে অনেক মিডিয়া প্রতিযোগিতায় লিপ্ত হয়। এতে করে অনেক সময় ভুল হওয়ার আশঙ্কা থেকে যায়। বিজয় টিভি সেই ক্ষেত্রে ব্যতিক্রম। তারা গণমানুষের কথা বলে। বিজয় টিভি যাত্রার শুরু থেকেই ইতিবাচক সফলতা অর্জন করেছে যা সত্যিই প্রশংসনীয়। সময়ের সঙ্গে তাল মিলিয়ে আজ এই টিভি সর্বক্ষেত্রে দর্শক এবং সোশ্যাল মিডিয়ায় পাঠক জনপ্রিয়তা অর্জন করেছে। তবে তৃণমূল পর্যায়ের মানুষের দু:খ দুর্দশা এবং ইতিবাচক নানা উন্নয়নমূলক কাজের চিত্র সংবাদ প্রচারের মাধ্যমে জনগণকে জানানোর ব্যাপারে প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিবৃন্দরা।